২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ-লেবানন। ঢাকার বসুন্ধরা কিংস এরেনায় স্থানীয় সময় সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধ শেষে স্বাগতিক বাংলাদেশ গোল শূণ্য ড্র করেছে তুলনামূলক শক্তিশালী লেবাননের বিপক্ষে।
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোলে বিধ্বস্ত হয় জামাল ভূঁইয়ারা। গ্রুপের চার নম্বরে থাকা বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা তাই অনেক গুরুত্বপূর্ণ। তার উপর আজকের ম্যাচ নিজেদের হোম ভেন্যুতে হচ্ছে। তাই আজকের ম্যাচে জয়টা খুব প্রয়োজন হাবিয়ের কাবরেরার দলের জন্য।
সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠতে থাকে ম্যাচ। যদিও প্রথমার্ধে স্বাগতিকদের থেকে লেবানন সব দিক দিয়েই এগিয়ে ছিল। জামালদের প্রতিপক্ষের গোলমুখে নেয়া শটের সংখ্যা ৩ টি, লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র ১ টি। অন্য দিকে বাংলাদেশের গোলমুখে মোট ৬ টি শট নেয় লেবানন যার মধ্যে ২ টি লক্ষ্যে ছিল।
বাংলাদেশের বল দখলে ছিল ৩৮ শতাংশ, লেবাননের ছিল ৬২ শতাংশ। হাবিয়ের কাবরেরার শিষ্যরা প্রথমার্ধে মোট ২৮ বার আক্রমণে গিয়েছে। আর লেবানন আক্রমণে গিয়েছে স্বাগতিকদের থেকে দ্বিগুণেরও বেশি ৬২ বার।অর্থাৎ প্রথমার্ধে যে লেবানন জামাল ভূঁইয়াদের থেকে কিছুটা এগিয়ে ছিল তা বোঝাই যাচ্ছে। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে যে বাংলাদেশও ছেড়ে কথা বলবে না সেটাও স্পষ্ট।
আরও পড়ুন: ডেভিড ওয়ার্নারকেও ভারত সিরিজে বিশ্রাম দেয়া হলো
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এমএস/এমটি