দীর্ঘ এক যুগ ফুটবল বিশ্বে দাপিয়ে বেরিয়েছেন সময়ের দুই সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের সবচেয়ে উপভোগ্য রাইভালিটি দেখা গিয়েছে দুই তারকার ইউরোপে খেলার সময়কালে। ইউরোপ ছাড়ার পর এই দুই মহারথী এখন খেলছেন ভিন্ন দুই মহাদেশে। তবে তাদের আবেদন বিন্দুমাত্র কমেনি ভক্তদের কাছে।
ইউরোপ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি ক্লাব আল নাসরে। অন্যদিকে মেসি যোগ দিয়েছেন ভিন্ন মহাদেশের আরেকটি ক্লাব ইন্টার মায়ামিতে। তবে ভক্তদের প্রত্যাশা পূরণে দুই তারকাকে একসঙ্গে দেখার সুযোগ করে দিচ্ছে ক্লাবগুলো। সেই লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারি রিয়াদ সিজন কাপে মুখোমুখি হওয়ার কথা আছে মেসি-রোনালদোর।
নিজেদের প্রাক মৌসুম প্রস্তুতি হিসেবে মেসির ইন্টার মায়ামি রিয়াদ সিজন কাপে খেলবে সৌদির দুই সেরা ক্লাব আল হিলাল এবং নাসরের সঙ্গে। আর এই ঘোষণার পর থেকেই ফুটবলপ্রেমীরা নতুন উন্মাদনায় বুদ হয়ে আছে। প্রিয় দুই ফুটবলারের মুখোমুখি হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছে তাদের ভক্ত সমর্থকরাও।
তবে হঠাৎ করেই জানুয়ারির মাঝ সময়ে রোনালদো চোটে পড়লে শঙ্কা জাগে দুই তারকা ফুটবলারকে পুনরায় এক সঙ্গে দেখার। রোনালদোর চোটের কারণে স্থগিত করতে হয় আল নাসরের চীন সফর, যেখানে দুটি ম্যাচ খেলার কথা ছিল রোনালদোর। তারপর থেকে অনিশ্চয়তা বাড়তে থাকে ১ ফেব্রুয়ারি মেসি-রোনালদোর দৈরথ দেখা নিয়ে।
তবে জানা যায় আগের থেকে অনেকটা সুস্থ্য ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের সবশেষ অনুশীলন সেশনে যুক্ত না হলেও ওয়ার্ম আপ করে সময় কাটিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন রোনালদো। এতে করে ফুটবল বিশ্বের নজর এখন থাকবে পহেলা ফেব্রুয়ারি রিয়াদের কিংডম অ্যারেনায়।
তবে এই ম্যাচের আগে অবশ্য ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপে আরেকটি ম্যাচ খেলবে মেসি। নেইমারের আল হিলালের বিপক্ষে ২৯ জানুয়ারি দিবাগত রাত ১২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। আল নাসর এবং ইন্টার মায়ামির মধ্যকার ম্যাচটি রিয়াদের কিংডম অ্যারেনায় অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ১২টায়।
এর আগে সবশেষ ২০২৩ সালে মেসি পিএসজিতে থাকাকালীন এসেছিল সৌদি সফরে। সেবার সৌদি অলস্টারের হয়ে মেসির মুখোমুখি হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো। তারপর প্যারিস ছেড়ে মেসি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্লাবে। এবার নতুন করে মুখোমুখি হতে যাচ্ছেন সময়ের দুই সেরা তারকা ফুটবলার।
আরও পড়ুন: ধারাবাহিক ব্যর্থতায় বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন কোচ জাভি হার্নান্দেজ
ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৪/এফএএস