Connect with us
ক্রিকেট

বিদেশিরা দরজা খোলেননি, মালিককে নিয়ে নাচলেন তাসকিনরা

Celebration and press conference after Durbar Rajshahi's winning
তাসকিনদের রাজশাহীর জয় উদযাপন। ছবি- সংগৃহীত

গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল দুর্বার রাজশাহী। ম্যাচের আগেই শোনা যায় অনাকাঙ্খিত এক সংবাদ। বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করায় বিসিবির অনুমতি সাপেক্ষে কেবল দেশি ক্রিকেটারদের নিয়েই মাঠে নামতে হয় রাজশাহীকে। দলের বিশৃঙ্খলার ছাপ ফুটে উঠেছিল প্রথম ইনিংসে তাদের ব্যাটিংয়েও। তবে ম্যাচ শেষে দৃশ্যপট বদলে দেন মাঠের ক্রিকেটাররাই।

রংপুর রাইডার্সকে টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত করে জয় উল্লাসে মাতে দুর্বার রাজশাহী। এর আগে চট্টগ্রামে খেলা প্রথম ম্যাচকে অনেকে অঘটন বলে মনে করলেও সেটা যে সঠিক নয়, তা প্রমাণ করে দিলেন তাসকিন-বিজয়রা। উত্তেজনাপূর্ণ ম্যাচে রংপুরকে ২ রানে পরাজিত করেছে রাজশাহী। ম্যাচ শেষের টিম হোটেলে ফিরে ফ্র্যাঞ্চাইজি মালিককে সঙ্গে নিয়েই উদযাপন করেন ক্রিকেটাররা।

এবারের বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন রাজশাহীর মালিক শফিক রহমান। ম্যাচ শেষে দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় শফিক রহমানকে কাঁধে তুলে জয় উদযাপন হিসেবে নাচানাচি করছেন তাসকিনরা। এরপর কেক কেটে সকল ক্রিকেটারদের খাইয়ে দেন শফিক রহমান।


আরও পড়ুন:

» রংপুরকে মাটিতে নামিয়ে শামুকের খোঁচা দিল রাজশাহী

» ম্যাচ বয়কট করেছে বিদেশিরা, কোন নিয়মে মাঠে নামল রাজশাহী?


অবশ্য সেই ভিডিওতে দেখা যায়নি কোন বিদেশী ক্রিকেটার। ম্যাচের আগে টাকা নিয়ে তাদের রুমের সামনে গেলেও দরজা খোলেননি কেউ, এমনটাই শোনার কথা জানিয়েছেন তাসকিন আহমেদ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নতুন অভিজ্ঞতার কথা জানান এই টাইগার পেসার। এছাড়া টিম এফোর্টের কারনে ম্যাচ জিততে পেরেছেন বলেও মনে করেন তিনি।

বিদেশি ক্রিকেটারদের ইস্যুতে তাসকিন আহমেদ বলেছেন, ‘আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি আমরা প্লেয়াররা। শেষের দিকে আমি যতটুকু শুনেছি যে টাকা নিয়েও বিদেশি ক্রিকেটারদের রুমে কড়া নাড়া হয়েছে। তবে তারা কেউ দরজা খুলেনি। শেষ মুহূর্তে আমরা দেশি ক্রিকেটাররাই ছিলাম।’ 

টিম হোটেল পরিবর্তন নিয়েও তৈরি হয়েছিল ইস্যু। সব মিলিয়ে নতুন একটা অভিজ্ঞতা হওয়ার কথা জানান তাসকিন, ‘আমার জীবনে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে ম্যাচের দিন… আমি যতটুকু শুনেছি আমাদের নাকি বুকিং দেয়া ছিল শেরাটনে। পরে ওয়েস্টিনে ছিল। …ওয়েস্টিনে সব রুম বুক হয়ে গেছে। পরে আমরা হোটেল পরিবর্তন করেছি।’

তাসকিন বলেন, ম্যাচ শুরুর ২ ঘন্টা আগে তারা জানতে পারেন বিদেশি ক্রিকেটাররা কেউ যাবেন না খেলতে। এমন খবর পেয়ে বোর্ড থেকেও যোগাযোগ করা হয় তাদের সাথে। তাসকিন-বিজয়দের অন্তত মাঠে এসে খেলার কথা বলে বিসিবি। বিদেশি ক্রিকেটারদেরও বোর্ড ফোন করেছিল বলেও জানান তাসকিন। তাদের বলা হয়েছিল পেমেন্ট ব্যাপার না, এটা হয়ে যাবে। তবুও শেষ পর্যন্ত মাঠে আসেননি তারা।

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট