Connect with us
ক্রিকেট

ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেলেন সাবেক অজি অধিনায়ক

The former Aussie captain got an offer to become India's coach
ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেলেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। ছবি- সংগৃহীত

ভারতের সাবেক ব্যাটার ‘দ্যা ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড় বর্তমানে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। তাই এরই মধ্যেই ভারতের পরবর্তী কোচ কে হতে পারেন এ নিয়ে দেশটির ক্রিকেটাঙ্গনে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। ক’দিন আগেই শোনা গিয়েছিল ম্যান ইন ব্লুদের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গৌতম গম্ভীর। এবার শোনা গেল অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংয়ের নাম।

বিষয়টি সম্পর্কে পন্টিং নিজেই জানিয়েছেন, তিনি কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তার নিজেরও এতে আগ্রহ ছিল। কিন্তু ভারত জাতীয় দলের কোচ হিসেবে তার এখানে যে পরিমাণ সময় দিতে হবে, সেটা তিনি পারবেন না। ভারতের পরবর্তী সম্ভাব্য কোচের তালিকায় ইতোমধ্যে গৌতম গম্ভীর, রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার ও স্টিভেন ফ্লেমিং এর নাম উঠে এসেছে। ভারতের নতুন কোচের দৌড়ে আবেদন করার শেষ তারিখ আইপিএল ফাইনালের পরদিন (২৭ মে) পর্যন্ত।

বর্তমানে পন্টিং আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্বে আছেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেলেও কাজ করেন তিনি। তাই জাতীয় দলে কোচিংয়ের আগ্রহ থাকলেও ব্যস্ততার কারণে লম্বা সময় কোন দলের সঙ্গে কমিটমেন্টে যাওয়া বর্তমানে তার জন্য অনেক কঠিন।

এ বিষয়ে আইসিসি রিভিউতে দেওয়া সাক্ষাৎকারে অজিদের বিশ্বকাপজয়ী কাপ্তান বলেন, ‘আমি ইতোমধ্যে এ বিষয়ে (কোচ হওয়া প্রসঙ্গে) অনেক রিপোর্ট দেখেছি। এসব বিষয় এখন সোশ্যাল মিডিয়ায় এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আপনি নিজেই হয়তো জানতে পারবেন না। তবে আমি এ কাজে কতটা আগ্রহী সেটা জানতে আইপিএলে আমার সঙ্গে কথা হয়েছে।’

পন্টিং আরও বলেন, ‘অবশ্যই জাতীয় দলের সিনিয়র কোচ হওয়াটা আমার পছন্দের কিন্তু আমার জীবনে আরও কিছু বিষয় আছে। জাতীয় দলের কোচ হলে তখন আমি আইপিএলে থাকতে পারবো না। আবার আমার পরিবারকেও আমি কিছু সময় দিতে চাই। এটাও আমাকে ভাবতে হবে। এছাড়া এ কাজে আমাকে বছরে ১০-১১ মাস ব্যস্ত থাকতে হবে। এটা আমার লাইফস্টাইলের সঙ্গে মেলে না। তখন আমি আমার পছন্দ মত কাজ করতে পারবো না।’

পাশাপাশি পন্টিং এটাও জানান, তার ছেলে তাকে ভারত জাতীয় দলের চাকরিটা করার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। পন্টিংয়ের ছেলের ইচ্ছা সে এই দায়িত্বটা গ্রহণ করুক। এমনকি তার পরিবারও আগামী কয়েক বছর ভারতে থাকতে আগ্রহী। তারা ভারতের ক্রিকেট সংস্কৃতি ভীষণ পছন্দ করে কিন্তু পন্টিং এই মুহুর্তে এই দায়িত্বটা নিতে খুব একটা আগ্রহী না।

আরও পড়ুন: মুস্তাফিজদের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজির সন্ধানে এলপিএল

ক্রিফোস্পোর্টস/২৩মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট