নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নতুন টেস্ট দল নিয়ে ক্ষোভ ঝাড়লেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। টেস্ট ক্রিকেটের মৃত্যু হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এই অজি ক্রিকেটার।
আগামী ফেব্রুয়ারিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে দক্ষিণ। আসন্ন এই সিরিজের জন্য ইতোমধ্যে ১৪ সদস্যের দল ঘোষনা করেছে প্রোটিয়া ক্রিকেট। তবে নতুন এই দলে ৭ জনের এখনও জাতীয় দলে অভিষেক হয়নি।
মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সময় দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টি লিগ চলবে। তাই নিউজিল্যান্ড সফরে মূল দল পাঠাবে না দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ সেই প্রোটিয়া দলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘এটিই কি টেস্ট ক্রিকেটের মৃত্যুতে সংজ্ঞায়িত মুহূর্ত? ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডগুলির সাথে আইসিসিকে অবশ্যই খেলাটির বিশুদ্ধতম রূপ রক্ষা করতে পদক্ষেপ নিতে হবে।’
স্টিভ নিউজিল্যান্ডের হলে এই সিরিজ খেলতেন না। অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রকাশিত সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, ‘নিজেদের সেরা খেলোয়াড়দের দেশে রেখে দেওয়া যদি দক্ষিণ আফ্রিকার বোর্ডের ভবিষ্যতের ইঙ্গিত হয়, তাহলে এমনই ঘটবে। আমি যদি নিউজিল্যান্ডের হতাম, তাহলে আমি এ সিরিজটি খেলতাম না। তারা কেন খেলছে আমি জানি না। কেন খেলছেন আপনি, যখন এটি নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতি সম্মানের ঘাটতি?’
অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজের পূর্ণ শক্তির দল না পাঠানো নিয়েও মন্তব্য করেন। এছাড়া ক্রিকেটের এই বিশুদ্ধতম সংস্করণকে বাচিঁয়ে রাখতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দ্রুত এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন সাবেক এই অজি অধিনায়ক।
নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: নিল ব্র্যান্ড (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, রুয়ান দু সোয়াত, ক্লাইড ফোরটান, জুবাইর হামজা, টিশেপো মোরেকি, মিহালি এমপোংওয়ানা, ডুয়ান অলিভিয়ের, ডেন পিট, রায়নার্ড ভন টন্ডার, ডেন প্যাটারসন, কিগান পিটারসেন, শন ফন বার্গ, খায়া জন্ডো।
আরও পড়ুন: শাহীন নয় রিজওয়ানকেই বেশি যোগ্য মনে করেন আফ্রিদি!
ক্রিফোস্পোর্টস/০১জানুয়ারি২৪/এমটি