গত ২৯ সেপ্টেম্বর ‘মাদ্রিদ ডার্বি’তে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচের পূর্বে মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে ৪ জন ব্যক্তির উপর অনলাইনে ঘৃণামূলক প্রচারণার অভিযোগ উঠে। ভিনিসিয়ুসকে নিয়ে ঘৃণাসূচক প্রচারণায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আবেদন জানিয়ে তিনটি অভিযোগ করেছিল লা লিগা কর্তৃপক্ষ।
এরপর অভিযোগ প্রমাণিত হলে গতকাল (বৃহস্পতিবার) তাদের গ্রেফতার করা হয়েছে জানিয়েছে স্পেনের পুলিশ। স্পেনের পুলিশ ইএসপিএনকে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভক্তদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় গিয়ে অপমানসূচক ও বর্ণবাদী মন্তব্য করতে প্ররোচিত করেছিলেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। তাঁদের উদ্দেশ্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশের বক্তব্যে বলা হয়েছে, ভক্তদের মাস্ক পরে যেতে বলা হয়েছিল যেন কেউ চিন করতে না পারে। তবে বিবৃতিতে ভিনিসিয়ুসের নাম বলেনি।
চলতি মাসের শুরুতে এই তদন্ত শুরু হয়। ১৪ ও ১৫ অক্টোবর ঘৃণাসূচক প্রচারণার দায়ে চার সন্দেহভাজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, যেহেতু এখনো তদন্ত চলছে, তাই আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে এখনও।
রিয়ালের শিবিরে যোগ দেওয়ার পর থেকে স্পেনে কোনো প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছে প্রতিনিয়তই বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন ভিনিসিয়ুস। গত বছর শুরুতে ভিনিসিয়ুসের জার্সি পরা কালো রংয়ের একটি প্রতিকৃতি রিয়ালের অনুশীলন গ্রাউন্ডের কাছাকাছি একটি সেতুর সঙ্গে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেখানে ব্যানারে লেখা ছিল, ‘মাদ্রিদ রিয়ালকে ঘৃণা করে।’
এছাড়াও গত বছর মে মাসে লা লিগার ম্যাচে ভিনিসিয়ুসের সঙ্গে বর্ণবাদী আচরণের জন্য জুনে ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়। স্পেনে এমন ঘটনার রায় দেওয়ার নজির সেটাই প্রথম।
এরপর গত বছরের ডিসেম্বরে ঠিক একই সন্দেহে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর চার সমর্থকের বিরুদ্ধে অভিযোগ উঠে । পরে রাষ্ট্রপক্ষের তাঁদের বিরুদ্ধে চার বছর কারাবাসের শাস্তি কথা বলা হয়।
গত মাসে মাদ্রিদ ডার্বিতে ১৫ মিনিটের ম্যাচ জন্য বন্ধ করা হয়। কারণ, দ্বিতীয়ার্ধে আতলেতিকোর সমর্থকেরা মাঠে লাইটারসহ বিভিন্ন বস্তু ছুড়ে মেরেছিলেন। এতে জরিমানা দেওয়ার পাশাপাশি নিজেদের স্টেডিয়ামের একাংশে দর্শকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছিল আতলেতিকো।
আরও পড়ুনঃ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতাতে আইপিএল ভূমিকা রেখেছে: মার্করাম
ক্রিফোস্পোর্টস/২৫ অক্টোবর ২৪/এইচআই