Connect with us
ফুটবল

সুদানের বিপক্ষে খেলা হলো না, প্রস্তুতি ঘাটতিতে জামালরা!

Bangladesh football team practice (1)
বাংলাদেশ দলের প্রস্তুতি। ছবি- সংগৃহীত

সৌদি আরবের তায়েফে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। দীর্ঘ সময় দলীয় অনুশীলন করলেও ম্যাচ প্র্যাকটিস নেই জামাল-তপুদের। তাই এশিয়া কাপ বাছাইয়ে ভারত ম্যাচের আগে ফুটবলারদের বাজিয়ে দেখতে সুদানের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলতে চেয়েছিল হাভিয়ের কাবরেরা। তবে শেষ পর্যন্ত আর হচ্ছে না সেই ম্যাচ।

বাংলাদেশের পাশাপাশি সুদানও তাদের অনুশীলন ক্যাম্প করছে তায়েফে। আর তাই এই অনুশীলন ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল সুদানের পক্ষ থেকেও। তবে তিনদিন অপেক্ষা করেও শেষ পর্যন্ত আর খেলা হয়নি সেই ম্যাচ। এরই মধ্যে তায়েফ ত্যাগ করেছে সুদান।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘আজ সকালে সুদান ওমানের উদ্দেশ্যে রওনা হয়েছে। আফ্রিকান অঞ্চলে বিশ্বকাপ বাছাই খেলছে সুদান। তাই আমরা চেয়েছিলাম সুদানের বিপক্ষে একটি ম্যাচ খেলতে। তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমরা তিনদিন অপেক্ষা করলেও ম্যাচটি খেলা হলো না শেষ পর্যন্ত।’

আরও পড়ুন:

» কোয়ার্টার ফাইনালে পিএসজি, এগিয়ে থেকেও লিভারপুলের বিদায়

» ছন্দময় ইয়ামাল আর দুর্দান্ত রাফিনহা, কোয়ার্টার ফাইনালে বার্সা

নিজেদের সেরা প্রস্তুতির জন্য ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা এই দলটির সঙ্গে এই অনুশীলন ম্যাচ খেলা বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ দলের জন্য। তবে শেষ পর্যন্ত তা না হওয়ায় কিছুটা ঘাটতি রয়ে গেল জামাল-তপুদের অনুশীলনে। বারো দিনের এই সৌদি সফর সমাপ্ত হবে আগামী ১৭ ফেব্রুয়ারি।

তার আগে স্থানীয় দুটি দলের সঙ্গে আপাতত ম্যাচ খেলার পরিকল্পনা আছে বাংলাদেশের। এদিকে হামজা চৌধুরী বাদে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা সকল ফুটবলারেরই মধ্যে দলের সঙ্গে অনুশীলনে যুক্ত হয়েছেন। এর আগে গেল রোববার নিজেদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

উল্লেখ্য, আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল। তার আগে ১৭ মার্চ বাংলাদেশে এসে পৌঁছাতে পারেন হামজা চৌধুরী। একদিন পৈত্রিক নিবাস হবিগঞ্জে ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আর এদিকে চাপের মুখে অবসর ভেঙে ভারত দলে ফেরানো হয়েছে সুনীল ছেত্রীকে।

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল