Connect with us
ফুটবল

মাঠে নেমেই ‘নতুন রোনালদো’র গোল, জয়ের ধারায় ফিরল বার্সেলোনা

Barcelona win by Vitor Roque goal
জয়সূচক গোলের পর বার্সেলোনার উদযাপন। ছবি- বার্সেলোনা

প্রথমার্ধের মত দ্বিতীয় আর্ধেও ম্যাচ এগোচ্ছিল গোল শূন্য ব্যবধানে ড্রয়ের পথে। তবে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের দূরদর্শিতায় ৬২ মিনিটে হল এক পরিবর্তন। মাঠে নেমেই ৬৮ সেকেন্ডের মধ্যে দলকে লিড এনে দিলেন ‘নতুন রোনালদো’ খ্যাত ব্রাজিলিয়ান ভিতর রকি। বার্সেলোনা জার্সিতে এটিই তার প্রথম গোল।

গতকাল (১ ফেব্রুয়ারি) রাতে এস্তাদি ওলিম্পিক লুইস কোম্পানিস মাঠে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। এর আগে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর লা লিগায় ভিয়ারিয়ালের কাছেও পরাজয়ের স্বাদ গ্রহণ করেছিল বার্সেলোনা।

আজ ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা। ৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ফেরান তোরেস। তবে তার জায়গায় মাঠে নামা মিডফিল্ডার ফারমিন লোপেজ অবশ্য পুষিয়ে দিয়েছিলেন সেই অভাব। তবে সতীর্থদের দুর্বল ফিনিশিংয়ে প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি বার্সেলোনা।

দ্বিতীয় আর্ধেও অনেকটা ঝিমিয়ে পড়া ফুটবল দেখা যায় দুই দলের কাছ থেকে। তবে ম্যাচের ম্যাচের ৬২ মিনিটে সবাইকে অবাক করে লোপেজকে মাঠ থেকে তুলে নেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তখন পর্যন্ত ম্যাচে বার্সার হয়ে ওসাসুনাকে লোপেজই যা একটু চাপে রেখেছিলেন। তাকে তুলে ভিতর রকিকে মাঠে নামান জাভি

জাভি হার্নান্দেজের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হতেও পারত; তবে কিছু চিন্তা করার আগেই সেই সম্ভাবনা গুড়িয়ে দেন ভিতর রকি। লেভান্দোভস্কি শুরু থেকেও মাঠে থেকে যা করতে পারেননি, সেই কাঙ্খিত গোলটি আদায় করেছেন তিনি মাঠে নেমেই। তার গোল থেকে ৬৩ মিনিটে ডেডলক ভাঙ্গে কাতালানরা।

বাঁ প্রান্ত থেকে হোয়াও ক্যানসেলো বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান রকি। গোলের পর একের পর এক আক্রমণ চালিয়ে যায় বার্সেলোনা। রকিকে রুখতেই ব্যস্ত হয়ে পড়ে ওসাসুনার রক্ষণ। তাকে থামাতে ফাউল করে ৬৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন ওসাসুনার সেন্টারব্যাক উনাই গোমেজ।

এই জয়ে লা লিগার টেবিল টপার জিরোনার থেকে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল বার্সেলোনা। ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে তালিকার চতুর্থ স্থানে। এদিকে সমান ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে জিরোনা। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন: রিয়াদে আজ দেখা হচ্ছে না মেসি-রোনালদোর দৈরথ

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল