গেল আইপিএলে দুর্দান্ত বোলিং প্রদর্শন করেছিলেন মোহাম্মদ শামি। তার বোলিং নৈপুণ্যে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের ফাইনাল খেলেছিল গুজরাট টাইটান্স। সেবার ১৭ ম্যাচে হাত ঘুরিয়ে তিনি শিকার করেছিলেন আসরের সর্বোচ্চ ২৮ উইকেট। তবে এবার আর খেলা হচ্ছে না গেল বারের সর্বোচ্চ সেই উইকেট শিকারির।
ইতোমধ্যে প্রকাশিত হয়েছে আইপিএলের প্রথম অংশের সূচি আগামী ২১ মার্চ থেকে শুরু হয়ে ৭ এপ্রিল পর্যন্ত ১৭ দিনের ২১ ম্যাচ খেলা হবে এই অংশে। মূলত ভারতের লোকসভা নির্বাচনের কারণে নির্ধারিত হয়নি পূর্ণাঙ্গ আসরের সূচি লোকসভা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে প্রকাশিত হবে আইপিএলের পরবর্তী অংশের সূচি।
এদিকে পায়ের গোড়ালিতে চোটের কারণে আইপিএলের ১৭তম আসরে খেলতে পারবেন না মোহাম্মদ শামি। গেল বছর ঘরের মাঠে বিশ্বকাপে অসাধারণ বোলিং করেছিলেন তিনি। মাত্র ৭ ম্যাচ খেলেই তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের ২৪ উইকেট। তবে জানা যায় চোটের কারণে অস্ত্রোপচার করাতে যেতে হতে পারে ইংল্যান্ডে।
আসন্ন আইপিএল চলাকালে শামির সুস্থ হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এতে করে আইপিএলে এই পেসারের অভাব নিঃসন্দেহে অনুভব করবে তার দল। এর আগের ২০২২ আইপিএলেও তিনি ১৬ ম্যাচে ২০ উইকেট শিকার করে চ্যাম্পিয়ন করেছিলেন তার গুজরাটকে। তার আগে পাঞ্জাব কিংসের হয়ে খেলে ১৪ ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে বিদেশের মাটিতে বাংলাদেশের প্রস্তুতি
ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৪/এফএএস