পাকিস্তান থেকে রীতিমতো ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে শান্ত বাহিনী। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে হারানোর স্বাদ পেয়েছে টাইগাররা। ইতিহাস গড়া টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল।
গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে দুই বহরে দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রথম বহরে রাত ১১টা নাগাদ অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। সেখানে আরও ছিলেন শরিফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানাসহ আট ক্রিকেটার।
দেশে ফেরার পর প্রথমে ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বিমানবন্দরে ক্রিকেটারদের রিসিভ করেন। এরপর বিসিবি পরিচালক আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিম, ফাহিম সিনহা ও ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন ইতিহাস গড়ে ফেরা ক্রিকেটারদের।
শান্ত বাহিনীর বাকি সদস্যরা ঢাকায় এসে পৌঁছান বুধবার রাত ২টায়। সদ্য সমাপ্ত এই পাকিস্তান সিরিজে বাংলাদেশ নিজেদের নিয়ে গেছে এক ভিন্ন পর্যায়ে। প্রথমবারের মতো বিদেশের মাটিতে টানা দুই টেস্ট জয় করেছে টাইগাররা। এতে করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও দারুন উন্নতি হয়েছে শান্ত-মুশফিকদের।
পাকিস্তানকে সিরিজের প্রথম ম্যাচে তাদের ঘরের মাঠে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ। তবে এর পরের ম্যাচেই স্বাগতিকদের পুনরায় পরাজিত করে টাইগাররা। ৬ উইকেটে হারিয়ে সিরিজে পাকিস্তানকে একেবারে ধবলধোলাই করে ছেড়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: ফ্রান্সের জালে তিন গোল, এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৪/এফএএস