Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডকে বিদায় করে আফগানদের ইতিহাস

The history of Afghans by sending England out of the Champions Trophy
ইংল্যান্ডকে ৮ রানে হারিয়েছে আফগানিস্তান। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়ল আফগানিস্তান। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। আর সেটাও এসেছে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপে বাঁচা-মরার লড়াইয়ে ইংলিশদের ৮ রানে হারিয়েছে আফগানিস্তান। রোমাঞ্চে ভরা এই ম্যাচে শেষ ওভারে জয় নিশ্চিত হয়েছে আফগানদের। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রানের বিশাল পুঁজি পায় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেন ইব্রাহিম জাদরান। জবাবে খেলতে নেমে ৪৯.৫ ওভারে ৩১৭ করে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১২০ রান করেন জো রুট।

এই জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল আফগানিস্তান। অন্যদিকে টানা দুই হারে ‘বি’ গ্রুপের প্রথম দল এবং টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইংলিশদের। তাছাড়া গত ওয়ানডে বিশ্বকাপে জয়ের পর এ নিয়ে আইসিসির পরপর দুটি ওয়ানডে ইভেন্টে ইংলিশদের হারিয়েছে আফগানরা।

এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৯ রানেই ওপেনার ফিল সল্টের (১২) উইকেট হারায় ইংল্যান্ড। ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার। এরপর দ্বিতীয় উইকেট জুটিও লম্বা করতে ব্যর্থ হয় দলটি। দলীয় ৩০ রানে নবির শিকার হয়ে ফিরে যান জেমি স্মিথ।

আরও পড়ুন:

» মুশফিক-মাহমুদউল্লাহর অবসরের বিষয়ে যা বললেন সালাউদ্দিন

» ১৭৭ রানের ইনিংসে যত কীর্তি ইব্রাহিম জাদরানের 

পাওয়ারপ্লেতে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন জো রুট। বেশ কয়েকটি মাঝারি জুটি গড়ে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নেন এই তারকা। প্রথমে বেন ডাকেটকে নিয়ে যোগ করেন ৬৮ রান। দলীয় ৯৮ রানে রশিদ খানের শিকার হয়ে ফিরে যান ডাকেট (৪০)। এরপর হ্যারি ব্রুককে নিয়ে যোগ করেন আরও ৩৫ রান। নবির বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন ব্রুক। তার ব্যাট থেকে আসে ২৫ রান।

দলীয় ১৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় ইংল্যান্ড। তবে পঞ্চম উইকেটে জস বাটলারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান রুট। এরপর লিয়াম লিভিংস্টোনের সঙ্গে ১৭ এবং জেমি ওভার্টনের সঙ্গে ৫৪ রান যোগ করে দলীয় ২৮৭ রানের মাথায় বিদায় নেন রুট। ওমরজাইয়ের বলে আউট হওয়ার আগে ১১১ বলে ১২০ করেন এই তারকা।

Afganistan beat England

উইকেট শিকারের পর উদযাপন করছেন আফগানরা। ছবি- এএফপি

রুট ফিরে যাওয়ার পর ওভার্টনই ছিল ইংল্যান্ডের মূল ভরসা। তবে ৩০৯ রানের মাথায় ওমরজাইয়ের শিকার হয়ে ফেরেন ওভার্টন (৩২)। আর তখনই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় ইংলিশরা। শেষ দুই ওভারে বাকি দুই উইকেট তুলে জয় নিশ্চিত করে আফগানিস্তান। দলের পক্ষে ফাইফার নিয়েছে ওমরজাই। এছাড়া নবি ২টি এবং ফারুকী, রশিদ ও গুলবাদীন ১টি করে উইকেটের দেখা পেয়েছেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে করতে নেমে দলীয় ৩৭ রানেই ৩ উইকেট হারায় আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ (৬), সেদিকুল্লাহ অতল (৪), রহমত শাহরা (৪) একে একে ফিরে যাওয়ার পর ইব্রাহিম জাদরানের ১৭৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে বিশাল এই পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় আফগানিস্তান।

এই রেকর্ডগড়া ইনিংস খেলার পথে হাশমতউল্লাহ শহীদির সঙ্গে ১০৩ রান, আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে ৭২ রান এবং মোহাম্মদ নবির সঙ্গে ১১১ রানের জুটি গড়েন জাদরান। তবে বাকিরা কেউ অর্ধশতকের মাইলফলক ছুঁতে পারেননি। হাশমতউল্লাহ ও নবির ব্যাট থেকে সমান ৪০ রান এবং ওমরজাইয়ের ব্যাট থেকে আসে ৪১ রান।

ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট শিকার করেন জোফরা আর্চার। এছাড়া লিয়াম লিভিংস্টোন ২টি এবং আলিদ রশিদ ও জেমি ওভার্টন ১টি করে উইকেট নেন।

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট