২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ (রবিবার) ভারতের সবচেয়ে বড় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আসরের ফেবারিট দুই দল ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতের ব্যাটিং চলাকালে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইনিংসের ১৪ তম ওভারের সময় মাঠে ঢুকে পড়েন এক দর্শক। পরবর্তীতে ওই যুবকের পরিচয় জানা গেছে।
কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মাঠে ঢুকে পড়া দর্শকের মুখে ছিল ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক। এছাড়া তার গায়ে থাকা টি শার্টে ফিলিস্তিনের বিপক্ষ পন্থীদের প্রতি প্রতিবাদস্বরূপ লেখা ছিল ‘আগ্রাসন থামাও। ফিলিস্তিন মুক্ত করো’ বার্তাও।
মাঠে ঢুকেই সোজা কোহলির কাছে চলে যান সেই দর্শক। কোহলির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরারও চেষ্টা করেন কিন্তু মাঠের নিরাপত্তা কর্মীরা দ্রুত তাকে সেখান থেকে সড়িয়ে নিয়ে যায়। এ ঘটনায় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। তবে এতো কড়া নিরাপত্তার মধ্যেও নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মাঠে আগন্তুকের প্রবেশ নিয়ে অনেক প্রশ্ন উঠছে।
পরবর্তীতে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, ওই যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম জন যিনি খেলা দেখিতে অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছেন। বিরাট কোহলির সঙ্গে দেখা করতে ঢুকলেও একই সাথে ফিলিস্তিনকেও সমর্থন জানান তিনি। এরপর তাকে আহমেদাবাদের চন্দখেদা থানায় নিয়ে যাওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তোলপাড় চলছে। অনেকে লিখছেন যে, কোহলির সাথে দেখা করতেই ঐ দর্শক মাঠে প্রবেশ করেছিলেন। তবে তার গায়ে থাকা ফিলিস্তিনপন্থী টি শার্ট ও মাস্ক দেখে বোঝাই যাচ্ছে যে, বিশ্বকে তিনি একটি বার্তাও দিয়ে গেলেন।
আরও পড়ুন: ভারতকে মাটিতে নামিয়ে হেক্সা শিরোপা জিতলো অস্ট্রেলিয়া
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৩/এমএস/এমটি