হঠাৎ করেই খেলা বন্ধ করার সিদ্ধান্ত নিলেন আম্পায়াররা। বৃষ্টি হয়নি, আবহাওয়াও বেশ চমৎকার। এমনকি যান্ত্রিক কোনো ত্রুটিও হয়নি। তাহলে কেনো আম্পায়াররা খেলা বন্ধ করতে বাধ্য হলেন?
এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে।
দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে শেষ হলে হঠাৎ করেই মাঠে হাজার হাজার পোকার উৎপাত হয়। মুহূর্তে মাঠ দখল করে নেয় পোকারা। এ জন্য খেলা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিলো না। তাই ১৮ মিনিট খেলা বন্ধ করে রাখা হয়।
খেলা বন্ধ হওয়া সঙ্গে সঙ্গে পোকা নিধনে সক্রিয় হয়ে উঠেন মাঠ কর্মীরা। বিশেষ যন্ত্রের মাধ্যমে পোকা পরিষ্কার করেন তারা। দক্ষিণ আফ্রিকায় এটা অস্বাভাবিক ঘটনা নয়। এজন্য আগে থেকে এমন ঘটনার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। এরপর পোকার দাপট কমে গেলে পুনরায় খেলা শুরু হয়।
উল্লেখ্য, ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে গতকাল (বুধবার) সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। এ ম্যাচে প্রোটিয়াদের ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধান এগিয়ে গেলো সফরকারীরা।
প্রথমে ব্যাট করতে নেমে তিলক ভার্মার ৫৬ বলে ১০৭ এবং অভিষেক শর্মার ২৫ বলে ৫০ রানের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তুলেন সফরকারীরা।
জবাবে মার্কো ইয়ানসেনের ১৭ বলে ৫৪ এবং হেনরিচ ক্লাসেনের ২২ বলে ৪১ রানের সুবাদে ৭ উইকেটে হারিয়ে শেষ পর্যন্ত ২০৮ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। ফলে ১১ রানে হেরে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েন তারা।
আরও পড়ুনঃ বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ শেষে যা বললেন কোচ আলী সুজেইন
ক্রিফোস্পোর্টস/১৪ নভেম্বর ২৪/এইচআই