Connect with us
ক্রিকেট

‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল ভারতীয় বোর্ড

Ipl impact player rule
আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম। ছবি- ক্রিকবাজ

‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম সকলের কাছে পরিচিত হয়েছে ভারতের সবথেকে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল দ্বারা। তবে এই টুর্নামেন্টে যে প্রথম চালু হয়েছিল এই নিয়ম তা নয়। প্রায় দুবছর আগে ভারতের সৈয়দ মোস্তাক আলী টি-২০ ট্রফিতে উদ্ভাবন হয়েছিল এই নিয়মের।

এরপর আইপিএলেও এই ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম যুক্ত করার কথা ভাবে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। আর সেই ধারাবাহিকতায় গত আইপিএলের আসরেই দেখা যায় নতুন এই নিয়ম। যাতে করে ইনিংসের পরিবর্তনের সঙ্গে একজন ক্রিকেটার বদল করাতে পারে দলগুলো।

তবে এই নিয়ম চালুর পর থেকেই বেশ সমালোচনা উঠেছিল ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে। খোদ দেশটির জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে অসংখ্য বর্তমান ও সাবেক ক্রিকেটার সমালোচনা করেছেন এমন নিয়মের। অনেকেই মনে করেন দর্শকদের বিনোদন দিতে গিয়ে ক্রিকেট তার নিজস্বতা হারাচ্ছে।

আর যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে এমন নিয়মের কোন স্বীকৃতি নেই, তাই আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মে খেলে আসা ক্রিকেটাররা কিছুটা বিরম বানায় পড়বেন জাতীয় দলের খেলতে এসে। এছাড়া পরিসংখ্যানে দিকে নজর দিলেই বোঝা যায় এই নিয়ম চালুর পর বোলারদের কাজ হয়ে উঠেছে আরও অনেক বেশি কঠিন।

আরও পড়ুন:

» টাইম আউট কাণ্ডের সাকিব-ম্যাথুস বিপিএলে সতীর্থ

» সাফের শিরোপা ধরে রাখতে এবার দলে আছেন যারা

বিভিন্ন বিতর্ক থাকা সত্ত্বেও আইপিএলের পরবর্তী দুই মৌসুমে এই নিয়ম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। তবে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সূচনাকারী টুর্নামেন্ট মোস্তাক আলী টি-২০ ট্রফিতে বাতিল করা হচ্ছে এই নিয়ম। আগামী মৌসুম থেকেই টুর্নামেন্টটিতে থাকছে নিয়মটি।

গতকাল বিসিসিআই এক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্ত উল্লেখ করে জানিয়েছে, ‘বিসিসিআই চলতি মৌসুমের জন্য ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রাদেশিক অঞ্চলের অনেকেই। এছাড়া অনেক সাবেক ক্রিকেটার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট