গত শুক্রবারই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে যোগ্যতা অর্জন করেছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। সেই দলের গোলরক্ষক কোচ প্রশান্ত দে পরেরদিন অনুশীলন করাতে করাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপর স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতিদিনের মতো গত শনিবার (১৬ নভেম্বর) দুপুরে দলকে অনুশীলন করাচ্ছিলেন প্রশান্ত। আচমকা মাঠের মাঝেই হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের এই কোচ। ৪২ বছর বয়সী এই কোচ গড়িয়াতে বসবাস করতেন। যার বাড়িতে আছেন বৃদ্ধ বাবা-মা। বিয়ে না করায় স্ত্রী-সন্তান ছিল না প্রশান্তর।
জানা যায় সেদিন অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে কৃত্রিম ভাবে প্রশান্তের শ্বাসপ্রশ্বাস চালু রাখার চেষ্টা করা হয়। দুপুর পৌনে তিনটার দিকে স্থানীয় এক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। যেখানে কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসকরা তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
আরও পড়ুন:
» মেসির কাছে যে কারণে ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ফুটবলার
» দলের দুঃসময়ে সমর্থকদের পাশে চাইলেন মার্কিনিয়োস
দেশটির গণমাধ্যমের সূত্রে জানা যায়, সেদিন সকালে প্রথমে নিজের আবাসনের বাচ্চাদের ফুটবল অনুশীলন করিয়েছিলেন প্রশান্ত। পরে খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সল্ট লেকে সেন্ট্রাল পার্কে চলে যান তিনি। সেখানে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাকাডেমির মাঠে ইউনাইটেড কলকাতা স্পোর্টসকে অনুশীলন করাচ্ছিলেন প্রশান্ত।
সেখানে দলের গোলরক্ষকদের অনুশীলন করানোর ফাঁকেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রশান্ত। শেষ পর্যন্ত যাকে আর বাঁচানো যায়নি। এতে স্থানীয় ফুটবলে শোকের মাতম দেখা গেছে। বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ফুটবলাররা প্রশান্তের বিদায় সমবেদনা জানিয়েছে।
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/এফএএস