ভারতের ক্রিকেট দলের সাথে স্পন্সর হিসেবে দীর্ঘ সময়ের চুক্তি ছিল বাইজু’স এর। এবার সেই বাইজু’স এর বিপক্ষেই আদালতে প্রতারণার অভিযোগ দায়ের করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বের সব থেকে ধনী এই ক্রিকেট বোর্ডের অভিযোগ, স্পন্সরের কাছ থেকে পাওনা ১৬০ কোটি টাকা এখনো পরিশোধ করেনি তারা। তাই বিসিসিআইয়ের হঠাৎ আদালতের দ্বারস্থ হওয়া।
জানা গেছে, ইতোমধ্যে ক্রিকেট দলের সেই স্পন্সর প্রতিষ্ঠানকে ভারতের আদালত নোটিশ পাঠানোর মাধ্যমে ২ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। বিসিসিআইয়ের দাবি, বাইজু’স তাদের সাথে প্রতারণা করেছে। স্পন্সর বোর্ডের সাথে চুক্তি করা মোট অর্থের মধ্যে ১৬০ কোটি টাকা এখনও পরিশোধ করেনি। প্রতিষ্ঠানটি ছয় মাসের টাকা এখনও বাকি রেখেছে।
এ ব্যাপারে ‘ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল’ এর বেঙ্গালুরু বেঞ্চ বাইজু’সকে ইতোমধ্যেই নোটিশও পাঠিয়েছে। নোটিশে জবাব দেয়ার জন্য কোম্পানিটিকে দুই সপ্তাহ সময় বেঁধে দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তারা কোনো উত্তর দিতে না পারে তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে নিজেদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে বাইজু’স জানায়, ‘সমস্যাটি খুব দ্রুত সমাধানের জন্য আমরা বিসিসিআইয়ের সাথে আলোচনা চলমান রেখেছি এবং আশা করি আমরা দ্রুতই সমাধানে আসতে পারবো। তবে ক্রিকেট বোর্ডের এ ব্যাপারে তৎক্ষনাৎ কোনো মন্তব্য পাওয়া যায়নি।’
আরও পড়ুন:নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতে ইতিহাস গড়লো পাকিস্তান
ক্রিফোস্পোর্টস/০৫ডিসেম্বর২৩/এমএস/এমটি