Connect with us
ক্রিকেট

গোপনে প্র্যাকটিস করছে ভারতীয় দল, নেয়া যাচ্ছে না ফোনও

ভারত টেস্ট ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের ফাইনাল খেলার জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। সম্প্রতি নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়ে এই টুর্নামেন্টের ফাইনালে উঠার শঙ্কা তৈরি হয়েছে রোহিত-কোহলিদের। তাইতো অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি ৪-১ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় তারা।

বোর্ডার-গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া এবং ভারতের ক্রিকেটীয় দ্বৈরথে শ্রেষ্ঠত্বের প্রতীক। এ সিরিজটি দুই দেশের ক্রিকেটীয় ঐতিহ্য বহন করে।

শুধু ফাইনাল নিশ্চিত করা না, ভারতের মর্যাদাও নিহিত আছে এই টুর্নামেন্টে। এজন্য বড় পরিসরের ছক কষছেন ভারত ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

গতকাল (মঙ্গলবার) পার্থের ওয়াকা গ্রাউন্ডে (বর্তমানে অপ্টাস স্টেডিয়াম) এ সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ভারত। এই অনুশীলনে কঠোর নিয়ম আরোপ করেছেন গম্ভীর। খেলোয়াড়দের মোবাইল ফোন নিতে দেওয়া হয়নি। এছাড়া ক্লোজডোর অনুশীলন করেছেন তারা।

সংবাদ সম্মেলনে কোচ গম্ভীর বলেন, ‘ আমরা সিরিজে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ধারা বজায় রাখতে চায়।’ এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এদিন অনুশীলনেও আক্রমণাত্মক মেজাজে ছিলেন ব্যাটাররা। তবে এদিন ‘ম্যাচ সিমুলেশন’ অনুশীলন শেষ করেছে ভারত।

সফরকারীদের এই অনুশীলনে দলে থাকা সব সদস্যদের দেখা যায়নি। রিশভ পান্ত, যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলদের নেটে ঘাম ঝরাতে দেখা গেছে। তবে এদিন দেখা যায়নি দীর্ঘদিন ধরে রান না পাওয়া বিরাট কোহলিকে।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফির ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে জিততে হবে ভারতকে। তবেই নিশ্চিত হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের ফাইনাল।

উল্লেখ্য, চলতি মাসে ২২ তারিখে পার্থে পর্দা উঠবে বোর্ডার-গাভাস্কার ট্রফির। আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত চলবে এই সিরিজটি।

আরও পড়ুনঃ বিপিএলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ভিন্নধর্মী পরিকল্পনা বিসিবির

ক্রিফোস্পোর্টস/১৩ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট