আর কিছুদিন পরেই ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। তার আগে প্রস্তুতিমূলক ক্যাম্প করতে বর্তমানে সৌদির তায়েফ শহরে আছে জামাল-তপু বর্মনরা। এদিকে একই শহরে ক্যাম্প করছে সুদান ফুটবল দল। দুই দলের সম্মতিতে আলোচনা করে দুটি অনুশীলন ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও সুদানের মধ্যকার এই দুই ম্যাচ। যার প্রথমটি মাঠে গড়াবে আজ রোববার (১০ মার্চ) রাতে। ম্যাচ দুটি আয়োজিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। এর আগে যদিও বাংলাদেশ সন্ধ্যায় ম্যাচ খেলতে চেয়েছিল, তবে রমজানের কথা মাথায় রেখে সময় পিছিয়ে নেয়া হয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচ দুটি দলের প্রস্তুতিতে ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান। তিনি বলেন, ‘আজ রাত থেকে সৌদিতে সেহরি হতে পারে, তাই আলোচনা করে রাতেই ম্যাচের সময় ঠিক করা হয়েছে। ফিলিস্তিনকে মোকাবিলার আগে ম্যাচ দুটি আমাদের উপকারে আসবে।’
তবে ফিফা প্রীতি বা কোনো আনুষ্ঠানিক ম্যাচ না হওয়ায় দুটি ম্যাচই হবে ক্লোজ-ডোর। মূলত দুটি ম্যাচই কেবল নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার জন্যেই খেলা হবে। তাই ম্যাচ দুটির ফলাফলও প্রকাশ করবে না ফেডারেশন দুটি। সৌদি প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ ফুটবল দল ১৭ মার্চ রওনা হবে কুয়েত। সেখানেই ফিলিস্তিনের সঙ্গে খেলা হবে ২১ মার্চ। এরপর ফিরতি ম্যাচে ২৬ মার্চ কিংস অ্যারেনায় ফের মাঠে নামবে দুদল।
আরও পড়ুন: বাংলাদেশ ইতিহাস গড়তে না পারলেও রেকর্ড গড়েছেন রিশাদ
ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৪/এফএএস