দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে কি-না তা নিয়ে ছিল শঙ্কা । তবে সেই শঙ্কা কাটিয়ে জাকজমকভাবেই পর্দা উঠতে যাচ্ছে এবারের বিপিএলের। সব কিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের এগারোতম আসর।
এরইমধ্যে চূড়ান্ত হয়েছে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের সময়সূচি। ১৪ অক্টোবর হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্লেয়ার্স ড্রাফট। পুরনো ৪ টি দলের সঙ্গে নতুন ৩ টা দল নিয়ে শুরু হবে এবারের আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) আনুষ্ঠানিকভাবে নতুন ফ্রাঞ্চাইজিগুলোর নাম ঘোষণা না করলেও বিভিন্ন সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ রাঙাতে পারবে বাংলাদেশ?
এবারের বিপিএলে অভিষেক হতে যাচ্ছে দুটি ফ্রাঞ্চাইজির। ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী প্রথমবারের মত অংশগ্রহণ করবে এবারের আসরে। চট্রগ্রাম কিংস বিপিএলের দ্বিতীয় আসরে অংশগ্রহণ করেছিল। দীর্ঘ ৯ বছর পর ফ্রাঞ্চাইজিটি আবারও ফিরছে বিপিএলে। প্রতিবারের ন্যায় এবারও অংশগ্রহণ করবে রংপুর রাইডার্স, সিলেট স্টাইকার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল। এ ৭টি দল নিয়েই মাঠে গড়াবে এবারের আসর।
ভ্যালেন্টাইন গ্রুপ রাজশাহীর মালিকানা কিনে নিয়েছে। রাজশাহী এবার খেলবে দুর্বার রাজশাহী নামে। অন্যদিকে ঢাকার মালিকানা নিয়েছে চিত্রনায়ক শাকিব খানের চ্যাম্পিয়ন্স স্পোর্টস লিমিটেড। তবে বিপিএলের সব থেকে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ার্স থাকছে না এবারের আসরে।
ইতোমধ্যেই সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় মেতেছে ফ্রাঞ্চাইজিগুলো। প্লেয়ার্স ড্রাফটের আগে অনেকটাই গুছিয়ে নিতে চাচ্ছে দলগুলো।
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর ২৪/এইচআই