Connect with us
ক্রিকেট

রাজা তার রাজ্যে আবারও ফিরে এসেছে: কোহলির প্রসঙ্গে শাস্ত্রি

virat kholi
রবি শাস্ত্রি এবং ভিরাট কোহলি। ছবি: সংগৃহীত

সম্প্রতি রান খরায় ভুগছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার ভিরাট কোহলি। সব ফরম্যাট মিলিয়ে শেষ ১৩ ইনিংসে ৫০ রানের গণ্ডি পেরোতে পারেননি ডান-হাতি এই ব্যাটার। তবে আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চিরচেনা রূপে দেখা যাবে তাকে। এমনটা ধারণা করছেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রি।

সবশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সিরিজে ব্যর্থ ছিলেন কোহলি। কিউইদের বিপক্ষে ধবলধোলাইয়ের সিরিজে ৬ ইনিংসে মাত্র ৯৩ রান এসেছে এই ক্রিকেটারের ব্যাট থেকে। শেষ ৫ টেস্টে ব্যাটিং গড় মাত্র ২১.৩৩।

চলতি মাসের ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐতিহ্য বহন প্রতীকী বোর্ডার-গাভাস্কার ট্রফি। এ সিরিজ সামনে রেখে কোহলির এমন ব্যর্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের। তবে কোহলিকে নিয়ে ভিন্ন কিছু দেখছেন রবি শাস্ত্রি।

এক জনপ্রিয় গণমাধ্যমকে কোহলি সম্পর্কে বলতে গিয়ে রবি শাস্ত্রি বলেন,’ ‘রাজা তার রাজ্যে আবারও ফিরে এসেছে। আমি তাদের কেবল এতটুকুই বলব। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের পারফরম্যান্স দিয়ে যখন কেউ এই তকমা অর্জন করে এবং যখন সে ব্যাট করতে নামবে, তখন বিষয়টা প্রতিপক্ষের অবশ্যই মাথায় থাকবে।’

অস্ট্রেলিয়ার মাটিতে এ পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন কোহলি। ৫৪.০৮ গড়ে করেছেন ১ হাজার ৩৫২ রান এই খেলোয়াড়। এছাড়া ৪টি ফিফটির পাশাপাশি রয়েছে ৬ সেঞ্চুরিও। ভারতের বাইরে কেবল অস্ট্রেলিয়াতেই দুটির বেশি শতক আছে এই ব্যাটারের।

আসন্ন এই সিরিজে কোহলিকে পরামর্শ দিতে গিয়ে শাস্ত্রি বলেন, ‘ আমার মনে হয়, ব্যাটে নেমে প্রথম ৩ মিনিট বা সিরিজের প্রথম তিন ইনিংসে ঠান্ডা মেজাজে খেলা উচিত। যদি সে শান্ত থাকতে পারে এবং তাড়াহুড়ো না করে, তাহলে সে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারে।’

উল্লেখ্য, চলতি মাসে ২২ তারিখে পার্থে পর্দা উঠবে বোর্ডার-গাভাস্কার ট্রফির। আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত চলবে এই সিরিজটি।

আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকা-ভারত শেষ টি-টোয়েন্টিসহ আজকের খেলা (১৫ নভেম্বর ২৪)

ক্রিফোস্পোর্টস/১৫ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট