২২টি গ্রান্ডস্ল্যাম জিতে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। শুধুমাত্র ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের শোকেজে তুলেছেন ১৪টি শিরোপা। খেতাব পেয়েছেন ‘লাল দুর্গের রাজা’। তবে সেই রাজ্য থেকেই বিদায় নিলেন প্রথম রাউন্ডে। যা দেখে অবাক হয়েছে পুরো বিশ্ব। বলছি রাফায়েল নাদালের কথা। যিনি গতকাল শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন।
সোমবার (২৭ মে) নাদাল মুখোমুখি হয়েছিলেন চতুর্থ বাছাই আলেক্সান্দার জাভরেভের। ২৭৬তম অবাছাই হিসেবে কোর্টে নেমে অবিশ্বাস্য এই পতন দেখতে হয় তার। মূলত বয়সের ভারে নুয়ে পড়া নাদাল তরুণ জাভরেভকে সামলাতে পারেননি। এতে করে তার বিদায়ের করুণ সুর বাজতে শুরু করেছে।
পুরুষ এককের প্রথম রাউন্ডে জভেরেভের কাছে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হার মানেন নাদাল। এই টুর্নামেন্টে ১১৬ ম্যাচ খেলে গতকাল পেলেন চতুর্থ হারের তিক্ত স্বাদ।
২০০৫ সালে এই ফরাসী ওপেনের শিরোপা জিতে দিয়েছিলেন আগমনী বাণী। পরে আরও ১৪ বছর করেছেন রাজত্ব। তবে গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে প্রথম রাউন্ড থেকে এটা দ্বিতীয় বিদায় নাদালের। ১১ বছর আগে উইম্বলডন থেকেও একবার গ্র্যান্ড স্ল্যাম এর প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন ৩৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।
ইনজুরির কারণে অনেকদিন ছিলেন কোর্টের বাইরে। ২০২৩ সালের জানুয়ারির পর থেকে খেলেছেন মাত্র চারটি টুর্নামেন্ট। গতবছরের ফ্রেঞ্চ ওপেনও মিস করেছিলেন। সব অতীত আর পরিসংখ্যান একপাশে রেখে গতকাল ক্লে কোর্টে হারের মুখ দেখেছেন নাদাল। নিয়েছেন বিদায়। আর হয়তো নামা হবে না এই কোর্টে।
আরও পড়ুন: পাকিস্তান-ইংল্যান্ডের টি-২০ ম্যাচসহ আজকের খেলা (২৮ মে ২৪)
ক্রিফোস্পোর্টস/২৮মে২৪/এজে