Connect with us
ক্রিকেট

অনিশ্চয়তায় পড়েছে ভারত-ইংল্যান্ডের শেষ টেস্ট ম্যাচ

India vs England test
ভারত-ইংল্যান্ড টেস্ট চলাকালীন চিত্র। ছবি- ইএসপিএন

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ভারতকে হারিয়ে শুভ সূচনা করেছিল সফরকারী ইংল্যান্ড। তবে এরপর টানা তিন ম্যাচ ইংলিশদের হারিয়ে ঘরের মাঠে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচটি তাই খেলা হবে নিয়ম রক্ষার জন্যে। তবে এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যেই বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ।

আগামী (৭ মার্চ) বৃহস্পতিবার ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার সিরিজের শেষ টেস্ট ম্যাচ। তবে এবার আবহাওয়াজনিত কারণে শঙ্কা জেগেছে সেই টেস্ট অনুষ্ঠিত হওয়া নিয়ে। তবে আবহাওয়ার পূর্বভাস এখন পর্যন্ত তেমনটাই বলছে, যে সেখানের আবহাওয়া খেলার উপযোগী থাকবে না দুদিন পর।

আবহাওয়ার পূর্বভাস বলছে সেই ম্যাচ চলাকালে ধর্মশালার তাপমাত্রা নেমে যাবে বেশ অনেকটাই। সম্ভাবনা রয়েছে তুষারপাত হওয়ার। তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি নেমে যাওয়ার শঙ্কা থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের এই শেষ ম্যাচ। কেননা এমন আবহাওয়ায় খেলোয়াড়রা পড়তে পারে বিপাকে।

ভারতের বেশ কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার থেকে পাঁচ দিন ধর্মশালায় তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে ১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে (-৪) ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়াও বরফ পড়ার পূর্বাভাস রয়েছে আগামী বৃহস্পতি, শনি ও সোমবার। বাকি দিনগুলোতেও হতে পারে বৃষ্টি। ম্যাচ চলাকালে এসময় সূর্যের দেখা পাওয়া অনেকটা কঠিন হতে পারে।

এমন পরিস্থিতিতে খেলার পরিবেশ কতটুকু অনুকূলে থাকবে তা নিয়ে অনিশ্চয়তা বাধা বেধেছে। তবে শেষ পর্যন্ত টেস্ট অনুষ্ঠিত হলে সুবিধা পাবে ইংল্যান্ড এমনটাই মনে করেন সুনীল গাভাস্কার, ‘সিরিজ জিতলেও ধর্মশালা টেস্ট হালকা ভাবে নেওয়া উচিত নয়। কারণ, ওখানকার পরিবেশ ইংল্যান্ডের পরিবেশের মতো। বল সুইং করবে। ওদের মনে হতে পারে, নিজেদের দেশেই খেলছে।’

এর আগে বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর ধর্মশালার আউটফিল্ডকে ‘গড়পড়তা’ হিসেবে উল্লেখ করেছিল ম্যাচ অফিশিয়ালসরা। বিশ্বকাপের সময় বাজে আউটফিল্ডের কারণে ব্যাপকভাবে সমালোচত হয়েছিল এই মাঠ। তবে এবার অবশ্য সমস্যাটা বেঁধেছে আবহাওয়া নিয়ে।

আরও পড়ুন: পর্তুগালের ইউরো জিততে রোনালদোকে দল থেকে বাদ দিতে হবে!

ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট