Connect with us
স্পোর্টস বক্স

রমজান মাসে পরপারে পাড়ি জমালেন কিংবদন্তি অলরাউন্ডার

Allrounder
পরপারে পাড়ি জমালেন কিংবদন্তি অলরাউন্ডার আবিদ আলি

কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি, এমএল জয়সীমা এবং আব্বাস আলি বেগের সময়ের অলরাউন্ডার আবিদ আলি মারা গেছেন। দীর্ঘদিন রোগভোগের পর ৮৩ বছর বয়সে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি।

১৯৬৭ থেকে ১৯৭৪ পর্যন্ত ভারতের হয়ে ২৯টি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। তার মৃত্যুর খবর নিশ্চিত করে নর্থ আমেরিকা ক্রিকেট লিগের পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে।

হায়দারাবাদের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন। ১৯৬৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল। ক্যারিয়ার সেরা বোলিংটাও ৫৫ রান ৬ উইকেট এই টেস্টেই করেছিলেন। ২৯টি টেস্টে ১০১৮ রান করেছিলেন তিনি। উইকেট নিয়েছেন ৪৭টি।


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স লিগ : কোয়ার্টারে দলগুলোর প্রতিপক্ষ ও ম্যাচের সূচি

» দেশের মাটিতে কোথায় কখন দেখা যাবে হামজাকে?


ভারতের হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচে ৯৩ রানে করেন। সর্বোচ্চ সংগ্রহ ৭০। ২৬.৭১ গড়ে নেন সাতটি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে দুই শতাধিক ম্যাচ খেলে করেছেন ১৩টি সেঞ্চুরি। ৩১টি অর্ধশতরানসহ তার সংগ্রহে রয়েছে ৮৭৩২ রান। সর্বোচ্চ অপরাজিত ১৭৩।

 Abid Ali

৮৩ বছর বয়সে মারা গেছেন কিংবদন্তি অলরাউন্ডার আবিদ আলি

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯৭টি উইকেট রয়েছে আবিদের। ১৪ বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। ১২টি লিস্ট এ ম্যাচে করেছেন ১৬৯ রান। উইকেটে নেন ১৯টি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর পাকাপাকিভাবে আমেরিকায় চলে যান আবিদ। ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করেন। সেখানে ক্রিকেটের প্রসারের জন্য কাজও করেছেন।

আবিদ আলির মৃত্যুতে শোকস্তব্ধ কিংবদন্তি ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।বলেছেন, দলের প্রয়োজনে সবকিছু করতে প্রস্তুত ছিলেন ‘সিংহ হৃদয়’ খ্যাত আবিদ আলি।

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in স্পোর্টস বক্স