আইপিএল নিলামের ইতিহাসে এবারই প্রথম ভারতের বাইরে নিলাম অনুষ্ঠিত হচ্ছে। আজ (১৯ ডিসেম্বর) আরব আমিরাতের দুবাইয়ে বসেছে আসন্ন ২০২৪ আইপিএলের মিনি নিলাম। এই মিনি নিলামেই আজ একের পর এক বড় বড় কান্ডের সাক্ষী হলো দুবাইয়ের কোকাকোলা অ্যারিনা।
গত মাসেই ভারতের মাটিতে বিশ্বকাপ জয় করেছে অস্ট্রেলিয়া। তাই আগে থেকেই ধারণা করা হচ্ছিল আইপিএলের এবারের নিলামে অজিদের দাম অনেকটা বেশি হবে। আর নিলামেও তাই স্পষ্ট হয়ে উঠলো।
প্রথমে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স আইপিএল নিলামের বিগত সব রেকর্ড ভাঙেন। তার ঘন্টাখানেক পরই কামিন্সের রেকর্ড ভেঙে দেন আরেক অজি ক্রিকেটার মিচেল স্টার্ক।
আজ নিলামে দুপুরের দিকে আগের সব রেকর্ড ভেঙে ২০ কোটি ৫০ লাখ রুপিতে প্যাট কামিন্সকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। দুপুর পেরিয়ে বিকেল গড়াতেই কামিন্সের রেকর্ড ভেঙে দেন আরেক অজি তারকা পেসার মিচেল স্টার্ক। রেকর্ড সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।
এতদিন আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার ছিলেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন। গত বছর ১৮ কোটি রুপিতে তাকে দকে ভেড়ায় পাঞ্জাব কিংস। কারেনকে ছাড়িয়ে বর্তমানে ১ম ও ২য় স্থানে উঠে এসেছেন স্টার্ক ও কামিন্স।
চতুর্থ স্থানে রয়েছেন আরেক অজি ক্রিকেটার ক্যামেরন গ্রিন। গত বছর ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ৫ম ও ষষ্ঠ স্থানে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস। তাদের উভয়ের দাম উঠেছিল ১৬ কোটি ৫০ লাখ রুপি।
১৬ কোটি রুপিতে তালিকায় পরবর্তী স্থানে রয়েছেন আরো পাঁচজন ক্রিকেটার- রোহিত শর্মা, ঋষভ পন্ত, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা ও নিকোলাস পুরান।
আরও পড়ুন: আইপিএল নিলামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৩/এমটি