আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে উঠা হয়নি বাংলাদেশের। আসরের পঞ্চম স্থানে থেকে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। তবে বিদায় নিলেও প্রথমবারের মতো আয়োজিত আসরে বাংলাদেশের মেয়েদের পারফম্যান্স ছিল দেখার মতো। তবু বিষাদ মুখেই শুক্রবার দেশে ফিরছে খুদে টাইগ্রেসরা।
এদিন বিকেল ৫টা ৫৫ মিনিটে ঢাকায় নামবেন তারা। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে আসরে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতেছিল টাইগ্রেসরা। সুপার সিক্সে প্রথম ম্যাচে হার সেমির সমীকরণ থেকে ছিটকে দেয় মেয়েদের।
এর আগে শুরুটা হয় অস্ট্রেলিয়াকে হারিয়ে। এরপর গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচও জিতে নেয় মেয়েরা। সুপার সিক্স পর্বে ছিল মাত্র দুটি ম্যাচ। সেমিতে যেতে হলে দরকার ছিল দুই ম্যাচেই জেতার। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে বিদায় শঙ্কা প্রবল হয়ে যায়।
তবে সেমির সম্ভাবনা ছিল নেট রান রেটের উপর। সেটাও টেকেনি। আরব আমিরাতকে ৫ উইকেটে হারালেও নেট রান রেটে ভারত ও অস্ট্রেলিয়া এগিয়ে থাকায় তারা চলে যায় সেমিতে। তৃতীয় স্থানে হয় বাংলাদেশের। তাই দুই সুপার সিক্স পর্ব মিলিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৫ নম্বরে।
আরও পড়ুন: যে কারণে সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৩/এসএ