Connect with us
ক্রিকেট

আবারও থেমেছে ম্যাচ, বৃষ্টিতে কমেছে ম্যাচের দৈর্ঘ্য

Bd vs NZL rain
বৃষ্টি নামার আগে দ্রুত ২ উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। ছবি- ক্রিকইনফো

ঘরের মাঠে টেস্ট সিরিজে সমতার পর এবার সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেট খেলতে তাসমান পাড়ের দেশে রয়েছে টিম টাইগার। সফরের প্রথম ওয়ানডে ম্যাচ আজ ভোর ৪টায় মাঠে গড়ানোর কথা থাকলেও টসের পর বৃষ্টি বাধায় খেলা শুরু হতে বিলম্ব হয় ঘন্টাখানেক। এতে করে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। এখন পর্যন্ত চার দফা বৃষ্টিতে ম্যাচ নেমে এসেছে ৩০ ওভারে।

বৃষ্টির কারণে আপাতত খেলা স্থগিত রয়েছে। এখন পর্যন্ত ১৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ৪১ রানে অপরাজিত আছেন উইল ইয়ং এবং অপর প্রান্তে ৫১ রানে উইকেটে আছেন অধিনায়ক টম লাথাম। লাথাম নিজের ২৩ তম ফিফটি করার পথে পূর্ণ করেছেন ওয়ানডে ক্রিকেটে চার হাজার রান।

টসের পর বৃষ্টির কারণে খেলা শুরুতে বিলম্ব হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৬ ওভারে। ঘন্টাখানেক পর শুরু হয় ম্যাচ। পরবর্তীতে ম্যাচের ১৪ তম ওভারে বৃষ্টি বাঁধায় মিনিট ত্রিশেক খেলা বন্ধ করতে বাধ্য হয় আম্পায়ার। এতে করে পুনরায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪০ ওভারে। তৃতীয় দফায় বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ রয়েছে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে জোড়া ধাক্কা খায় কিউইরা। শুরুর ওভারে রচীন রবীন্দ্র ও হেনরি নিকোলাসের উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। ওভারের চতুর্থ বলে গুড লেন্থে লাফিয়ে ওঠা আউট সুইং বল রচীন রবীন্দ্রের ব্যাটের কানায় লেগে মুশফিকুর রহিমের তালু বন্দি হয়।

এক বল বাদেই ওভারের শেষ বলে বেক অব লেন্থে লাফিয়ে ওঠা আরেকটি আউট সুইংয়ে পরাস্ত হন হেনরি নিকোলস। ব্যাটের কানায় লেগে স্লিপে থাকা ফিল্ডার এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দুই ব্যাটারই দুটি করে বল খেলে কোনো রান না করেই ফিরে যান।

এরপর উইল ইয়ং এবং টম লাথামের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। এরই মাঝে দুই ব্যাটার তৃতীয় উইকেট ১০৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ডুনেডিনের ওতাগো ওভাল ইউনিভার্সিটি স্টেডিয়ামে। বৃষ্টিতে ম্যাচ এখনো স্থগিত থাকায় ম্যাচের দৈর্ঘ্য আরো কমে আসতে পারে।

আরও পড়ুন: বড় জয়ে বিজয় দিবস রাঙাল বাংলাদেশের মেয়েরা

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট