দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের মেয়েরা। পরেই ম্যাচে হাতছানি দিচ্ছিল—ইতিহাস গড়ে সিরিজ জয়ের। তবে সেই অপেক্ষা আরেকটু বাড়ল।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। কিম্বার্লির মাঠে বৃষ্টিতে মাত্র ১ ওভার ২ বল মাঠে গড়ায়। এরপর শুরু হওয়া বেরসিক বৃষ্টি আর না থামলে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে তৃতীয় ও শেষ ম্যাচে আগামী শুক্রবার একই মাঠে প্রোটিয়াদের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। শেষ ম্যাচটি এখন বাংলাদেশের জন্য সিরিজ জয়ের পাশাপাশি ইতিহাস গড়ার মিশন।
এদিকে দ্বিতীয় ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শামিমা। ৭ রানে পরের ওভারের ২ বল হতেই নামে ঝুম বৃষ্টি। প্রায় ১ ঘণ্টা পর বৃষ্টি থামলেও বজ্রপাত থাকায় আম্পায়াররা কিছু সময় নেন। পরে দীর্ঘ অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এর আগে বেনোনিতে গত রবিবার প্রথম ম্যাচে প্রোটিয়াদের ১৩ রানে হারিয়ে ইতিহাস গড়ে টাইগ্রেসরা। দেশটির মাটিতে ১২ ম্যাচের ইতিহাসে এটিই ছিল বাংলাদেশের মেয়েদের প্রথম জয়ের স্বাদ। এবার অপেক্ষা সিরিজ নিশ্চিতের।
আরও পড়ুন: মুশফিকের বিরল আউট নিয়ে যা বললেন মিরাজ
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৩/এসএ