Connect with us
ক্রিকেট

আইপিএলে চেন্নাইয়ের হয়ে যে ম্যাচগুলো খেলবেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান। ছবি- গুগল

গত ১৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। এবার আইপিএলের সফল ফ্রাঞ্চাইজি চেন্নায়ের হয়ে খেলবেন কাটার মাস্টার। ২ কোটি রুপির বিনিময়ে চেন্নাই সুপার কিংসে পাড়ি জমিয়েছেন এই বাঁ হাতি পেসার। তিনি প্রথম বারের মতো আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলবেন।

আইপিএল খেলার জন্য ইতোমধ্যে মুস্তাফিজকে এনওসিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পুরো টুর্নামেন্টে তাকে দলে পাবে না চেন্নাই। আমামী ২২ মার্চ শুরু হয়ে ২৬ মে শেষ হবে এবারের আইপিএল। যেখান ১২ মে পর্যন্ত চেন্নাইয়ের সাথে থাকতে পারবেন তিনি।জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের কথা মাথায় রেখে মুস্তাফিজকে পুরো টুর্নামেন্টের জন্য ছাড়েনি বিসিবি।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা তাকে ৫১ দিনের ছুটি দিয়েছি। আইপিএল তো আরও লম্বা। এ সময় আমাদের খেলাগুলো খেলবে সে।’

২০১৬ আইপিএলে অভিষেক হয়ে মোস্তাফিজের। অভিষেক আসরেই হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। পুরো আসরে ১৭ উইকেট নিয়েছিলেন। যেখানে তাফ ইকোনমি রেট ছিল ৬.৯। আইপিএল ইতিহাসে তিনিই একমাত্র বিদেশি ক্রিকেটার যে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি জিতেছিলেন।।

এরপর একে একে রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। আইপিএলে মোট ৪৮ ম্যাচে ৪৭ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। সেখেনে ওভার প্রতি তিনি আটের একটু কম রান খরচ করেছেন। তার বোলিং গড় প্রায় ৩০ এবং স্ট্রাইকরেট প্রায় ২৩।

আরও পড়ুন: ইন্টার মায়ামিতে মেসির পুরনো বন্ধুদের পুনর্মিলন

ক্রিফোস্পোর্টস/২৫ ডিসেম্বর ২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট