আসন্ন জিম্বাবুয়ে সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করার ঘোষণা দিয়েছে বিসিবি৷ তবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প চলকালীন গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করেছে বিসিবি। এর ফলে ক্রিকেটারদের অনুশীলনের ছবি বা ভিডিও গ্রহণের সুযোগ থাকছে না।
বুধবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী শুক্রবার (২৬ এপ্রিল) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। তিন দিনের এই রুদ্ধদ্বার অনুশীলন শেষ হবে রোববার (২৮ এপ্রিল)।
অবশ্য এর আগেও রুদ্ধদ্বার অনুশীলন করেছে বাংলাদেশ৷ গত বছর এশিয়া কাপের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন দিনের রুদ্ধদ্বার অনুশীলন করে টাইগাররা।
এদিকে গতকাল (২৩ এপ্রিল) অনুশীলন ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই দলে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নাম নেই।
আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলার কারণে মুস্তাফিজকে আপাতত পাওয়া যাচ্ছে না৷ আগামী ১ মে’র পরে দলের সঙ্গে যোগ দিবেন তিনি৷ অন্যদিকে ডিপিএলে ম্যাচ থাকার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে পাওয়া যাবে না সাকিব আল হাসানকে৷
বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
আরও পড়ুন: অন্য দেশের লিগে ভারতীয়দের খেলা নিয়ে একি বললেন শেবাগ!
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/টিএইচ/বিটি