Connect with us
ক্রিকেট

বিশেষ গোপনীয়তায় হবে বিসিবির বৈঠক, তোলা যাবে না ছবি-ভিডিও

বিসিবির গোপনীয় বৈঠক। ছবি- সংগৃহীত

গতকাল রাতেই এক মিডিয়া রিলিজ দিয়ে আজ বুধবার (২১ আগস্ট) গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবার মাঝরাতে আরও একটা মিডিয়া রিলিজে গণমাধ্যমকে জানিয়েছে আরও বেশ কিছু তথ্য। যেখানে জানানো হয় বিসিবির বৈঠকে বিশেষ গোপনীয়তার কথা।

আজ বুধবার রাওয়ালপিন্ডিতে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট। একই সময় বাংলাদেশের মাটিতে বসবে বিসিবির এই গুরুত্বপূর্ণ বৈঠক। তবে প্রতিবারের মতো বিসিবির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে না এই আলোচনা সভা। এই বৈঠক বসবে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে একটি নিরাপদ স্থান বরাদ্দ চেয়েছিল বিসিবি। এই সভায় থাকবেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। তবে অনলাইনে কনফারেন্সে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তার। এদিকে নিরাপত্তার কারণে বিসিবির এই বৈঠকে ভিডিও ফুটেজ কিংবা ছবি তোলার কোন সুযোগ থাকছে না গণমাধ্যমের।

এছাড়া বিসিবির কোনো সভা কিংবা মিটিংয়ের পর সাধারণত সংবাদ সম্মেলন করে থাকে বোর্ড প্রতিনিধি। তবে এবার তেমনটাও হচ্ছে না বলে জানানো হয়েছে বিসিবির সেই মিডিয়া রিলিজে। তবে গণমাধ্যমের সুবিধার্থে সভার পর্যাপ্ত পরিমাণ ছবি ও ভিডিও ফুটেজ নিজেরাই সরবরাহ করবে বলে জানিয়েছে বিসিবি।

আজকের এই মিটিংয়ে আসতে পারে নতুন বোর্ড সভাপতি কে হবেন সেই সিদ্ধান্ত। মূলত বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী দুইজন সহ-সভাপতি থাকার সুযোগ থাকলেও বিসিবি সভাপতি পদে পাপনের দীর্ঘ সময়কালে তিনি রাখেননি কাউকে। আর এতেই সরকার পতনের পর রাজনৈতিক পালা বদলে পাপন আত্মগোপনে থাকলে অনেকটাই স্থবিরতা নেমে আসে ক্রিকেট বোর্ডে।

আরও পড়ুন: বিশ্বকাপ সরিয়ে নেওয়ায় কষ্ট পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা

ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট