
বাংলাদেশের ক্রিকেটে আচমকা দুঃসংবাদ হিসেবে নেমে এসেছে তামিম ইকবালের অসুস্থতা। ডিপিএলে খেলা শুরুর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিমের বুকে ব্যথা অনুভব করায় তাৎক্ষণিক ভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে অল্প সময়ে দুইবার হার্ট অ্যাটাক করেছেন তিনি; পরানো হয়েছে রিং।
তামিমের এমন অসুস্থতার খবরে তার সুস্থতা কামনা করে প্রার্থনায় অসংখ্য ভক্ত সমর্থক। দ্রুত সুস্থতা কামনা করেছেন জাতীয় দলের একাধিক সতীর্থ ক্রিকেটার। টাইগার পেসার শরিফুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে লিখেন, ‘তামিম ভাই, আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠুন। আমরা আপনার ফিরে আসার অপেক্ষায় আছি। সবাই মিলে তামিম ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।’
আরও পড়ুন:
» শহীদ রিয়া গোপের নামে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ
» হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে তামিম ইকবাল
এছাড়া সবাইকে তামিমের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের আরেক ওপেনার ব্যাটার তানজিদ হাসান তামিম। তিনি ফেসবুকে লিখেছেন, ‘তামিম ইকবাল ভাইকে প্রার্থনায় রাখার জন্য সকলকে অনুরোধ করব। মহান আল্লাহ যেন তার সহায় হন।’
তামিমের সুস্থতা কামনা করে তাসকিন আহমেদ লিখেছেন, ‘ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা আরও খারাপ হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে আপনার প্রার্থনায় তাকে স্মরণ রাখুন। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।’
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৫/এফএএস
