Connect with us
ফুটবল

ফিফটি করা ম্যাচে নাসরকে জিতিয়ে যে বার্তা দিলেন রোনালদো

গোল করার পর ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

সব ধরনের ফুটবল মিলিয়ে টানা তিন ম্যাচে হারের পর গেল রাতে জয়ের দেখা পেয়েছে আল নাসর। আগের ম্যাচেই আল আইনের বিপক্ষে হারের রাতে গোল করার সুযোগ মিস করে প্রশ্নের মুখে পড়েছিলেন দলের সবথেকে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আজ তার গোলেই জয়ের ধারায় ফিরেছে নাসর। এছাড়াও এদিন পর্তুগিজ তারকা ছুঁয়েছেন একটি মাইলফলক।

গেল রাতে সৌদি প্রো-লিগে আল আহলির ঘরের মাঠে তাদের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে আল নাসর। এদিন ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জিতিয়েছেন রোনালদো। এই গোলের মাধ্যমে আল নাসরের হয়ে সকল ধরনের ফুটবলে ৫৮ ম্যাচ খেলে অর্ধশত গোল করেছেন তিনি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়সহ টানা তিন ম্যাচে হারের পর জয়ের ধারায় ফিরেছে আল নাসর। ম্যাচ শেষে গোল উদযাপনের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করে রোনালদো এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘জয়ের ধারায় ফিরেছি, চলো এগিয়ে যাই।’

জয়ের রাতে শুরু থেকে বল দখলে রেখে ম্যাচে এগোতে থাকে আল নাসর। তবে প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। ম্যাচের ৪২ তম মিনিটে গোল পেয়ে গিয়েছিলেন রোনালদো। প্রতিপক্ষের রক্ষণ এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে আড়াআড়ি শটে দারুণভাবে লক্ষ্যভেদ করেন তিনি।

তবে এদিনও যেন ভাগ্য সহায় হয়নি রোনালদোর। দীর্ঘ সময় ভিএআর চেক করে গোলটিকে অফ সাইডে কেটে দেন রেফারি। দ্বিতীয় আর্ধে উল্টো এক গোল খেয়ে বসে নাসর। তবে সেই গোলটিও বাতিল হয় অফসাইডে। এরপর আল আহলির বক্সের মধ্যে নাসরের আল নাজেইকে ফাউল করা হলে পেনাল্টি পেয়ে যায় লুইস কাস্ত্রোর দল।

পেনাল্টি শুট আউটে অপ্রতিরোধ্য রোনালদোকে আর রুখতে পারেনি প্রতিপক্ষ গোলরক্ষক। ৬৮ মিনিটের সেই গোল থেকে এগিয়ে যায় আল নাসর। ম্যাচে ফেরার একাধিক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি আহলি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে রোনালদোর দল।

এই জয়ে সৌদি প্রো-লিগের পয়েন্ট তালিকায় ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থাকা আল আহলির থেকে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে ৫৬ করে নিয়েছে দুইয়ে থাকা আল নাসর। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আল হিলাল।

আরও পড়ুন: তাসকিনের সেঞ্চুরিতে অভিনন্দন জানিয়েছেন সাবেক কোচ ডোনাল্ড

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল