গতকালই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার টেস্ট সিরিজেও ভালো করার মিশন। তবে লাল বলের ক্রিকেট না খেলায় জাতীয় দলের হয়ে ব্যস্ততা নেই মোস্তাফিজুর রহমানের। তাই একদিন পর আজ মঙ্গলবার আইপিএল খেলার উদ্দেশ্যে ভারতে রওনা দেবেন তিনি।
আর মাত্র তিন দিন পরেই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ১৭তম আসর। এই টুর্নামেন্টে টাইগারদের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন মোস্তাফিজুর রহমান। দুই কোটি রুপি মূল্যে চেন্নাই সুপার কিংসের ডেরায় যোগ দিয়েছেন এই টাইগার পেসার।
নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্টে এক পোস্ট দিয়ে আইপিএল খেলার লক্ষ্যে ভারত রওনা দেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মোস্তাফিজ। সেই পোস্টে তিনি বলেন, ‘নিজের নতুন দায়িত্বের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ২০২৪ আইপিএলকে সামনে রেখে চেন্নাইয়ের পথে। আমাকে প্রার্থনায় রাখবেন যাতে নিজের সেরাটাই দিতে পারি।’
এর আগে গেল আইপিএলে মোস্তাফিজ খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তার আগে আইপিএলে ফিজের স্বপ্নের অভিষেক হয়েছিল ২০১৬ সালে। যেবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৭ উইকেট শিকার করে টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন তিনি। এমনকি দলকেও শিরোপা জেতাতে রেখেছিলেন ভূমিকা।
মোস্তাফিজের বর্তমান দল গেল বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় এবার তাদের ঘরের মাঠেই উদ্বোধনী ম্যাচ খেলবে তারা। এদিকে দলের আরেক পেসার মাথিসা পাতিরানা ইনজুরিতে পড়ায় চেন্নাইয়ের প্রথম দিকের ম্যাচগুলোতে একাদশে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের।
আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কা: ওয়ানডে সিরিজ শেষে ব্যাটে-বলে সেরা কারা?
ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৪/এফএএস