Connect with us
ফুটবল

কোপা আমেরিকার ইতিহাসে আর্জেন্টিনার যত শিরোপা জয়

copa america argentina
কোপার শিরোপা হাতে লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

চলছে কোপা আমেরিকার ফুটবল মহাযজ্ঞ। মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি শহরের ১৪টি স্টেডিয়ামে ল্যাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৬ দল। ল্যাতিন আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের মতো দল ছাড়াও এবারের আসরে রয়েছে কানাডা, মেক্সিকো, কোস্টারিকা ও পানামার মতো উত্তর আমেরিকার দেশগুলো৷ তাই এবারের টুর্নামেন্টকে এদিক থেকে বেশ বিশেষ বলা যায়৷

তবে টুর্নামেন্টের শুরুতেই দানা বেঁধেছে সমালোচনা৷ ইউরো চ্যাম্পিয়ন্সশিপের তুলনায় নিম্ম মানের মাঠে খেলা নিয়ে আয়োজকদের একগাদা অভিযোগ শোনাচ্ছেন বিভিন্ন দলের খেলোয়াড়রা৷ আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তো বলেই দিলেন, এভাবে চলতে থাকলে ইউরোর চেয়ে পিছিয়ে পড়বে কোপা আমেরিকা৷

অবশ্য এমন মাঠেও জয় পেয়েছে আর্জেন্টিনা। চলতি কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ জয় পেয়েছে গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারও শিরোপা ধরে রাখতে চাইবে লিওনেল মেসির দল৷

আরও পড়ুন :

» কোপা আমেরিকায় সবচেয়ে বেশি শিরোপা জিতেছে যে দল?

» কোপা আমেরিকা ২০২৪ : এবারের আসরে প্রাইজমানি কত?

» কোপা আমেরিকা ২০২৪ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

১৯১৬ সালে শুরু হওয়া এ টুর্নামেন্টটি অলিম্পিকের পর সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট। তবে তখন কোপা আমেরিকা নামে কোনো টুর্নামেন্ট ছিল না। ১৯৭৫ সাল পর্যন্ত এটি পরিচিত ছিল দক্ষিণ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়ন্সশিপ। এরপর থেকেই কোপা আমেরিকা নামে টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়৷

এখন পর্যন্ত কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল নাম আর্জেন্টিনা ও উরুগুয়ে৷ দল দুটির ঝুলিতে রয়েছে ১৫টি করে শিরোপা৷ সর্বশেষ আসরেও মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর বড় কোনো শিরোপা জিতে আর্জেন্টিনা।

যদিও কোপা আমেরিকার প্রথম দুই আসরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় আর্জেন্টিনাকে। ১৯১৬ ও ১৯১৭ সালে আর্জেন্টিনাকে টানা দুই আসরে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। যদিও টুর্নামেন্টটির প্রথম আসর গড়ায় মাত্র চারটি দলকে নিয়ে৷ কিন্তু পরের আসর থেকেই শুরু হয় দশ দলের অংশগ্রহণ।

আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকার প্রথম শিরোপা ধরা দেয় ১৯২১ সালে। সেবার ঘরের মাঠে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা৷ ১৯২৭ ও ১৯২৯ সালে টানা দুইবার কোপার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা৷ তবে এখানেই শেষ নয়৷

১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত টানা তিন আসরে হ্যাটট্রিক শিরোপা জিতে আর্জেন্টিনা। এর মধ্যে দুইবার ব্রাজিল ও একবার প্যারাগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা৷

১৯৫৭ ও ১৯৫৯ সালে ব্রাজিলকে ফাইনালে হারিয়ে আবারো জোড়া শিরোপা ঘরে তুলে দলটি৷ তবে এরপর বেশ কয়েক বছর শিরোপা খরায় ভুগতে হয় আর্জেন্টিনাকে। ১৯৯১ সালে আবারও ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতে দলটি। ১৯৯৩ সালে মেক্সিকোকে হারিয়ে নিজেদের ১৪তম শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।

এরপর কেটে গেছে দীর্ঘ ২৮ বছর৷ এর মাঝে চার বার ফাইনাল খেললেও শিরোপার ছুঁয়ে দেখতে পারেনি আর্জেন্টিনা৷ ২০১৫ ও ২০১৬ সালে টানা দুইবার চিলির কাছে ফাইনাল হারে আর্জেন্টিনা। তবে এরপর থেকেই শুরু হয় আর্জেন্টিনার পুনরুত্থানের গল্প। লিওনেল মেসির নেতৃত্বে ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছরের আক্ষেপ মুছে আর্জেন্টিনা। একই সঙ্গে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে কোপা আমেরিকার ১৫টি শিরোপার মালিক হয় লিওনেল মেসির দল৷

ক্রিফোস্পোর্টস/৩০জুন২৪/টিএইচ/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল