মার্কিন মুলুকে যখন নাস্তানাবুদ টিম বাংলাদেশ, তখন একে একে উড়ে যাচ্ছে তীব্র সমালোচনার তীর। কারণ যেই দলটার কাছে সিরিজ হেরেছে সাকিবরা, সেই দলটা তো ক্রিকেটই শিখেছে কদিন আগে। তার উপর সাকিব-লিটনদের হেসেখেলে হারিয়ে দিয়েছে ক্রিকেটে পুঁচকে যুক্তরাষ্ট্র। আর এতেই টাইগার সমর্থকদের মনে কাঁটা ঘায়ে নুনের ছিটা।
হিউস্টনে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হারের পরই তোপের মুখে ছিল টিম বাংলাদেশ। একই মাঠে বৃহস্পতিবার রাতে সিরিজ হেরে লজ্জার ষোল কলা পূর্ণ করেছে হেডমাস্টার হাথুরুর শিষ্যরা। শান্তদের এমন হতাশার দিনে রহস্যময় স্ট্যাটাস দিয়ে উত্তাপে যেন ঘি ঢেলেছেন টিম বাংলাদেশের এক সময়ের ওপেনার ইমরুল কায়েস।
বাংলাদেশের কাছ থেকে যুক্তরাষ্ট্রের সিরিজ ছিনিয়ে নিয়ে ইতিহাস গড়ার রাতে সামাজিক মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। তখন সেই তালিকায় নাম লিখিয়েছেন ইমরুল কায়েস—দিয়েছেন রহস্যময় এক পোস্ট।
ম্যাচ শেষ হওয়ার পরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে ইমরুল কোনো কিছু না লিখে কয়েকটি ইমোজি দিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। এতে দিয়েছেন চুপ থাকা ও ক্ষমা প্রকাশের ইমোজি। এতে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের হাজারো তির্যক মন্তব্য ছিল ঠাসা।
এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৬ রানে হারিয়ে ২-০ তে সিরিজ জিতে ইতিহাস গড়ে স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে বোলিং করে স্বাগতিকদের দেড়শোর আগেই আটকে দেয় মুস্তাফিজরা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র।
জবাবে ১৯.৩ ওভারে ১৩৮ রান তুলেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৬ রানে জয় নিয়ে সিরিজ জিতে নেয় যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: লজ্জার হার ও ব্যর্থতার কারণ বলতে পারলেন না সাকিব
ক্রিফোস্পোর্টস/২৪মে২৪/এসএ