Connect with us
ক্রিকেট

ভক্তদের যে নামে ডাকতে বারণ করলেন বাবর আজম

Babar Azam in press conference
বাবর আজম। ছবি- সংগৃহীত

বর্তমান সময়ে পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম এক তারকা ক্রিকেটার বাবর আজম। একসময় তাকে তুলনা করা হতো বিরাট কোহলির সঙ্গে। মাঝেমধ্যে ব্যাটে রান না পেলেও শক্তভাবে প্রতিবার ঘুরে দাঁড়িয়েছেন এই ক্রিকেটার। তাই ভক্তরা তাকে ভালোবেসে প্রায়ই ডাকেন ‘কিং’ বা রাজা বলে।

অবশ্য ভক্তদের দেয়া এমন বিশেষণ গ্রহণ করতে চান না পাকিস্তানি তারকা ক্রিকেটার বাবর। অনুরোধ করেছেন এমন নামে তাকে না ডাকতে। জানিয়েছেন তার কারণও।

চলমান ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর এই বিষয়ে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দেন বাবর যেখানে তিনি উল্লেখ করেছেন, বর্তমানে নয়; ভবিষ্যতে অবসরের পর সকলে তাকে কী নামে ডাকছে সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ।


আরও পড়ুন:

» ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে জিতল না কেউ, বাড়ল অপেক্ষা

» পবিত্র শবে বরাত নিয়ে বিপিএল দলগুলোর শুভেচ্ছা বার্তা


বাবর বলেছেন, ‘প্রথমত, আমাকে ‘কিং’ নামে ডাকা বন্ধ করুন। আমি এখনো তা হইনি। দেখা যাক, অবসরের পর মানুষ আমাকে কী নামে ডাকে। ওপেনিং আমার জন্য নতুন পজিশন এবং দলের চাহিদা অনুযায়ী আমি এই দায়িত্ব নিয়েছি।’

সাম্প্রতিক সময় খুব একটা ভালো সময় কাটছে না বাবর আজমের। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা পাকিস্তানের দুই ম্যাচে যথাক্রমে তিনি করেছেন ১০ ও ২৩ রান। এদিকে নিজের ছন্দে না থাকলেও সদ্য প্রকাশিত আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ওয়ানডে ব্যাটারদের মধ্যে শীর্ষেই রয়েছেন তিনি।

বাবর নিজের পারফরম্যান্স প্রসঙ্গে বলেন, ‘আমি অতীত নয়, বর্তমানে নজর দিচ্ছি। যদি আগের পারফরম্যান্স নিয়ে পড়ে থাকি, তাহলে সেটা আমার ভবিষ্যতকে বাধাগ্রস্ত করবে। প্রত্যেকটি নতুন দিন নতুন পরিকল্পনা এবং মানসিকতা নিয়ে আসে।’ আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট