Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার নাম- সৌম্য সরকার!

Somuya
২০১৭ সালের পর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ সৌম্য।

বাংলাদেশ দলের ওপেনার ব্যাটার, তবুও তিনি নিয়মিত নন। থাকেন আসা-যাওয়ার মাঝে। ফর্মহীনতার কারণে বাদ পড়েন প্রায়ই। কিন্তু মাঝে মাঝে ঘরোয়া ক্রিকেটে রানের দেখা পেলে জায়গা মেলে জাতীয় দলে। ফিরে এসেও রান খরায় ভোগেন আর সঙ্কটে ফেলেন দলকে। চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেখানেও প্রথম ম্যাচে যাচ্ছেতাই ভাবে ব্যর্থ হয়েছেন এই ওপেনার। বলছি সৌম্য সরকারের কথা।

এবারের আসর শুরু হওয়ার পর ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন সৌম্য। তাওহীদ-জাকেরের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে ভর করে সম্মানজনক স্কোর পায় বাংলাদেশ। তবুও ভারতের বিরুদ্ধে হার এড়াতে পারেনি।

এবারের আসরের আগে গত ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল বাংলাদেশের সবচেয়ে সফল আসর। ওই আসরেও চরমভাবে ব্যর্থ ছিলেন সৌম্য। ৪ ম্যাচ খেলে করেছিলেন মাত্র ৩৪ রান! এমনকি ওই আসরে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও ২ বলে কোনো রান করেই আউট হয়েছিলেন।


আরও পড়ুন:

» ভারতকে হারিয়ে সেমির পথ খোলা রাখতে চায় পাকিস্তান

» জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশি ওপেনার

» ভুল সিদ্ধান্তে ভারতের কাছে হেরেছে শান্তরা, বললেন আশরাফুল


আর গ্রুপপর্বের তিন ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল বাংলাদেশ। ৩০৫ রান করা ওই ইনিংসে বাংলাদেশের হয়ে মাত্র ২৮ রান করেছিলেন সৌম্য। এটাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌম্যের সর্বোচ্চ রানের ইনিংস। তামিমের সেঞ্চুরি ও মুশফিকের শতকের পরও ওই ম্যাচ হেরেছিল বাংলাদেশ।

এরপর গ্রুপের বাকি দুই ম্যাচেও ব্যর্থ ছিলেন এই ওপেনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার আগে ১১ বল খেলে মাত্র ৩ রান করে আউট হন সৌম্য। বাংলাদেশ ওই ম্যাচে ১৮২ রানে অলআউট হলেও বৃষ্টির কল্যাণে পয়েন্ট ভাগাভাগি হয়।

এরপরের ম্যাচে রচিত হয়েছিল এক ইতিহাস। নিউজিল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনাল। এমন সমীকরণের ম্যাচে ২৬৬ রানের টার্গেটে ৩৪ রানেই নেই ৪ উইকেট। সাকিব-মাহমুদউল্লাহর বীরোচিত জুটিতে ওই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। কিন্তু সে ম্যাচেও ব্যর্থতার পরিচয় দিয়ে ১৩ বলে মাত্র ৩ রান করেছিলেন সৌম্য।

অর্থাৎ এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বসাকুল্যে ৬৫ বল খেলে ৩৪ রান করেছেন সৌম্য সরকার! গড় সাতেরও কম। আর স্ট্রাইক রেট তো পঞ্চাশের নিচে। চ্যাম্পিয়ন্স ট্রফির রান-খরা কাটাতে হলে সৌম্যকে পরের ম্যাচে রানে ফিরতেই হবে।

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট