Connect with us
ফুটবল

আজ রাতে ফ্রান্সের বিপক্ষে নেদারল্যান্ডসের কঠিন পরীক্ষা

Kylian Mbappe
কিলিয়ান এমবাপ্পে। ছবি - সংগৃহীত

আজ রাতে ইউরো চ্যাম্পিয়নশীপে ‘ডি’ গ্রুপের খেলায় মুখোমুখি হচ্ছে আসরের হট ফেভারিট ফ্রান্স ও নেদারল্যান্ডস। দুই দলই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করতে পেরেছে। অবশ্য প্রথম ম্যাচে ফ্রান্সের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পের নাক ভেঙে যাওয়ায় আজ শুরুর একাদশে তাকে দেখা নাও যেতে পারে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।

ফরাসিদের বিপক্ষে ডাচদের জন্য আজকের খেলাটি মহাগুরুত্বপূর্ণ। যদিও এমবাপ্পের ম্যাচে প্রথম থেকেই খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, এরপরও নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান ফ্রান্সকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করছেন। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আর পোল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয় ছিনিয়ে এনেছিল নেদারল্যান্ডস।

ফরাসি কোচ দিদিয়ের দেশম এমবাপ্পের খেলা নিয়ে নিশ্চিত করে কিছু না বললেও ডাচ কোচ শুধু এমবাপ্পেকে নিয়েই মাথা ঘামাতে রাজি নন। নিজের দলকে পুরোপুরি প্রস্তুত করতে মনোযোগী নেদারল্যান্ডস কোচ জানান, ‘এমবাপ্পে খেলবে কি না সেটা দেশম ভালো বলতে পারবে। ও যদি বদলি হিসেবেও খেলে, এরপরও ফ্রান্স ভালো করবে। দল হিসেবে তারা এতটাই শক্তিশালী। এমবাপ্পের থাকা না থাকার উপর আসলে তেমন কিছুই নির্ভর করছে না। এখন আমাদের পুরো মনোযোগ নিজেদের প্রস্তুতি সেরে নিতে।’

আরও পড়ুন : নতুন মাইলফলক স্পর্শ করে যা বললেন মেসি

ইউরোতে এ নিয়ে চতুর্থ বারের মত একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের দুই পাওয়ার হাউস। ১৯৯৬ সালের কোয়ার্টার ফাইনালে প্রথম দেখায় টাইব্রেকারে ডাচদের হারিয়েছিল ফ্রান্স। আর শেষ দুই বার গ্রুপ পর্বের দেখায় দু’বারই নিজয়ের হাসি হেসেছিল নেদারল্যান্ডস। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ দেখার ৭ বারই জিতেছে ফরাসিরা। আজ ম্যাচের আগেও শক্তিমত্তার বিচারে ফ্রান্সই এগিয়ে রয়েছে।

ক্রিফোস্পোর্টস/২১জুন২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল