ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে ছিল তুরস্ক। এরপর অল্প সময়ের মধ্যে পরপর দুই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। ম্যাচে আর ফেরা না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ড। এতে করে প্রায় দুই দশক পর ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করল ডাচরা। এর আগে ২০০৪ সালে এই টুর্নামেন্টের সেমিতে খেলেছিল তারা।
গতকাল জার্মানির বার্লিং স্টেডিয়ামে ম্যাচের প্রথম লিড পায় তুরস্ক। নেদারল্যান্ডস গোটা ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে তুরস্কের হয় ম্যাচের ডেডলক ভাঙেন সামেত আকায়দিন। দ্বিতীয় আর্ধে স্টেফান ডি ভ্রিজের গোলে সমতা ফিরে পায় ডাচরা। এরপর তুরস্ক আত্মঘাতী গোল হজম করলে ২-১ ব্যবধানে ম্যাচে জয় পায় নেদারল্যান্ডস।
এদিন ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে উঠে তুরস্কের দুর্গ কাঁপিয়ে দিয়েছিল দাচরা। তবে ফিনিশিং দুর্বলতায় সফলতা পায়নি তারা। ম্যাচের ৩৫ তম মিনিটে প্রথম গোল পায় তুরস্ক। ডি বক্সের মধ্যে সতীর্থের বাড়িয়ে দেওয়া অসাধারণ এক ক্রস থেকে হেডে গোল করেন সামেত আকায়দিন। এরপর ম্যাচের ফেরার চেষ্টা চালায় ডাচরা।
প্রথমার্ধে আর কোন গোল না হলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তুরস্ক। দ্বিতীয় আর্ধের শুরু থেকেই গোল করতে মরিয়া হয়েছিল নেদারল্যান্ডস। তবে সুযোগ বুঝে পাল্টা আক্রমণে উঠে ডাচদের মনে ভয় ধরাচ্ছিল তুরস্ক। অবশ্য ম্যাচের ৭০ তম মিনিটেই সমতা ফিরে পায় নেদারল্যান্ডস। স্টেফান ডি ভ্রিজের গোলে ঘুরে দাঁড়ায় তারা।
বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো বল সজোরে হেড করে জালে জড়ান তিনি। ম্যাচ সমতায় ফেরার ছয় মিনিট বাদেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে এ দফায় গোল আসে আত্মঘাতী হিসেবে। ডি-বক্সের মধ্যে ডাচ ফুটবলারের মাইনাস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মার্ট মালডার।
এরপর ম্যাচে দারুন কিছু আক্রমণ তৈরি করে তুরস্ক। তবে সব আক্রমণ রুখে যায় প্রতিপক্ষের কঠিন রক্ষণে ও গোলকিপারের গ্লাভসে। ম্যাচে আর কোন দল গোলের দেখা না পেলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ জিতে নেয় নেদারল্যান্ডস। এতে করে ষষ্ঠবারের মতো ইউরোর সেমিফাইনালে উঠল ডাচরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংল্যান্ড।
আরও পড়ুন:
টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরোর সেমিতে ইংল্যান্ড
ইউরো ২০২৪ : কোন দল কত টাকা পাবে?
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৪/এফএএস