Connect with us
ক্রিকেট

কঠিন সমীকরণ মিলিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো নেদারল্যান্ড

বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেয়ে গেছে নেদারল্যান্ড। ছবি- গুগল

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মতো দল। সুযোগ ছিল স্কটল্যান্ড ও নেদারল্যান্ড। কঠিন সমীকরণ মিলিয়ে তবেই যেতে হতো বিশ্বকাপের মূল পর্বে। সেটাই করে দেখিয়েচন ডাচরা। সমীকরণ মিলিয়ে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ১৩তম আসরের টিকিট পেয়েছে তারা।

আর এসব সম্ভব হয়েছে বাস ডি লিডির অলরাউন্ডার নৈপূণ্যে। বিশাল এক রেকর্ড গড়ে লিডি দলকে নিয়েছেন বিশ্বকাপের মূলপর্বে। শুরুতে বল হাতে ৫ উইকেট শিকারের পরে ব্যাট হাতে নেমেও ঝড় তোলেন তিনি। ৫ উইকেট শিকারের পাশাপাশি ব্যক্তিগত শতরানের রেকর্ড গড়েন তিনি।

বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে শতরান ও ৫ উইকেট অর্জনের বিরল কীর্তি গড়েছেন লিডি। এর আগে মাত্র তিনজন এই রেকর্ড গড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস (১৯৮৭), ইংল্যান্ডের পল কলিংউড (২০০৫) ও আরব আমিরাতের রেহান মোস্তফা (২০১৭)।

আজকের ম্যাচের আগে সমীকরণ ছিল আগে ব্যাটিং করলে নেদারল্যান্ডসকে অন্তত ৩২ রানের বেশি ব্যবধানে জিততে হবে। এর চেয়ে কম রানে জিতলেও বিশ্বকাপে জায়গা পাবে স্কটল্যান্ড। আর যদি পরে ব্যাটিং করে তাহলে নেদারল্যান্ডকে জিততে হবে ৪৪ ওভারের আগেই। নাহলে জিতেও লাভ হবে না।

এমন সমীকরণ সামনে নিয়ে মাঠে নেমে দুর্দান্ত খেলে তবেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ইউরোপের দলটি। শ্রীলঙ্কার সঙ্গে এবারের বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেয়ে গেছে নেদারল্যান্ড। কোয়ালিফায়ার পর্বে ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গী হবে তারা।

বৃহস্পতিবার (৬ জুলাই) বুলাওয়ের মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রানের বড় সংগ্রহ দাঁড় করা স্কটল্যান্ড। স্কটিশদের হয়ে ব্যাট হাতে ১১০ বলে ১০৬ রানের ঝলমলে ইনিংস খেলেন ব্রেন্ডন ম্যাকমুলান। বাকিদের মধ্যে অধিনায়ক রিচি বেনিংটন ৬৪, থমাস মেকিন্টোস ৩৮ ও ক্রিস্টোফার ম্যাকব্রাইড ৩২ রান করেন।

ডাচদের হয়ে বল হাতে লিডি ৫ উইকেট এবং রায়ান ক্লেইন ২ ও লোগান ভ্যান বিক ১টি উইকেট শিকার করেন।

বিশ্বকাপে খেলতে হলে ৪৪ ওভারের আগেই ২৭৮ রান করতে হবে নেদারল্যান্ডকে। এমন লক্ষ্যে খেলতে নেমে ৬৫ রানের ওপেনিং জুটি গড়েন ম্যাক্স ওডেড ও বিক্রমজিত। তবে দলীয় শতরানের আগে ৩টি উইকেট হারিয়ে একটু চাপের মুখে পড়ে ডাচরা। সেই চাপ থেকে উদ্ধার করেন লিডি।

জয় থেকে ২ রান দূরে থাকতে যখন তিনি আউট হয়ে ফিরে যান তখন বাস ডি লিডির নামের পাশে জ্বলজ্বল করছে ৯২ বলে ১২৩ রানের ইনিংস। এর আগে বিক্রমজিত করেন ৪০, স্কট এডওয়ার্ড ২৫ ও ম্যাক্স ওডেড ২০ রান করেন। শেষদিকে সাকিব জুলফিকারকে নিয়ে ১১৩ রানের জুটি গড়ে জয়ের ভীত রেখে যান। জুলফিকার ৩৩ রানে অপরাজিত থাকে।

৬ উইকেটে নেদারল্যান্ডসের রান যখন ২৭৮ এ পৌঁছালো তখন খরচ হযেছে ৪২.৫ ওভার। তখনও সমীকরণ মেলাতে বাকি ছিল ১.১ ওভার। আর ডাচদের এই জয়ের ফলে কপাল পুড়েছে স্কটিশদের। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার টিকিট নিয়ে মাঠ ছেড়েছে ডিলিডরা।

আরও পড়ুন: সাফে বাংলাদেশের সাফল্য, শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট