আর্থিক অনিয়মের দায়ে বিশ্ব ফুটবলের কর্তা ফিফার তীরে বিদ্ধ হয়ে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। গত ১৪ এপ্রিল তাকে দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করে ফিফা।
দেশের ফুটবলের এমন কেলেঙ্কারিতে থমথমে বাফুতে আজ বিকেলে জরুরি বৈঠকে বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্যরা।
সভায়, বাফুফের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়া সোহাগের জায়গায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান হোসেন তুষারকে। আগামী তিন থেকে ছয় মাসের জন্য তাকে নিয়োগ দেয় বাফুফে।
কে এই ইমরান হোসেন তুষার:
২০১৬ সাল থেকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের একান্ত সহকারী হিসেবে কাজ করছিলেন ইমরান। এরপর প্রটোকল বিভাগের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন।
এসময় বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, ইমরান হোসেনকে ৩ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব অনধিক ছয় মাস হতে পারে। আমরা মাস তিনেক পর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সাধারণ সম্পাদক নিয়োগ প্রক্রিয়ায় যাব। এর আগ পর্যন্ত ইমরানই কাজ চালিয়ে যাবেন।
গুঞ্জন আছে, সোহাগের মতো ইমরানও সালাউদ্দিনের কাছের। তাই তাকেই স্থায়ী করে নিতে পারেন বাফুফে প্রধান।
আরও পড়ুন: ফুটবল পাড়া থমথমে, কে হচ্ছেন বাফুফে সাধারণ সম্পাদক
ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৩/এসএ