গত জুনে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জার্মানির আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের কার্লোস আলকারাজ। এরপর জুলাইয়ে উইম্বলডনের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে ব্যাক-টু-ব্যাক গ্র্যান্ড স্লাম জিতে নেন এই স্প্যানিশ তারকা। এবার হ্যাটট্রিক গ্র্যান্ড স্লাম জয় করতে ইউএস ওপেনে পা রেখেছিলেন তিনি।
এবছর টানা দুই গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাজ ইউএস ওপেনে এসে অঘটনের শিকার হলেন। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন তিনি। নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জ্যান্ডসচাল্পের কাছে সরাসরি সেটে হেরে টানা তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্নভঙ্গ হলো এই স্প্যানিশ তারকার।
শুক্রবার (৩০ আগস্ট) আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিশ্বের ৭৫ নম্বর র্যাঙ্কধারী জ্যান্ডসচাল্পের মুখোমুখি হন আলকারাজ। টানা দুই গ্র্যান্ড স্লাম জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে খেলতে নামলে এই ডাচ খেলোয়াড়দের কাছে পাত্তাই পাননি আলকারাজ। প্রথম সেট ৬-১ ব্যবধানে, দ্বিতীয় সেট ৭-৫ ব্যবধানে এবং তৃতীয় সেট ৬-৪ ব্যবধানে জিতে নিয়েছেন জ্যান্ডসচাল্প।
আরও পড়ুন:
» দুই ম্যাচে মাঠেই নামা হলো না বাংলাদেশের, সিরিজ পাকিস্তানের
» দু’টি প্রীতি ম্যাচ খেলতে ভুটানে গেছে বাংলাদেশ দল
গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে টানা ১৫ জয়ের পর হারের মুখ দেখলেন আলকারাজ। তাছাড়া ২০২১ সালের উইম্বলডনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন এই ২১ বছর বয়সী তারকা।
এদিকে আলকারাজকে হারিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে জ্যান্ডসচাল্প বলেন, ‘আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। দারুণ একটি মুহূর্ত। প্রথমবার এই স্টেডিয়ামে রাতে খেলার সৌভাগ্য হয়েছে। দর্শকও দারুণ।’
ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৪/বিটি/এজে