Connect with us
টেনিস

উইম্বলডনের নতুন রানি বারবোরা ক্রেচিকোভা

The new queen of Wimbledon is Barbora Krejcikova
প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন বারবোরা ক্রেচিকোভা। ছবি- সংগৃহীত

উইম্বলডনের নারী এককের ফাইনালে ইতালির জেসমিন পাওলিনিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বার্বোরা ক্রেচিকোভা। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাওলিনিকে ৬-২, ২-৬, ৬-৪ সেটে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। এর ফলে নতুন রানি পেল উইম্বলডন।

শনিবার (১৩ জুলাই) সেন্টার কোর্টে নারী এককের ফাইনালে প্রথম সেটে দাপট দেখিয়ে ৬-২ ব্যবধানে জিতে নেন ক্রেচিকোভা। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান পাওলিনি। ২-৬ জয় নিয়ে ম্যাচে সমতা ফেরান এই ইতালিয়ান। এরপর ফলাফল নির্ধারণে তৃতীয় সেটে গড়ায় ম্যাচ।

তৃতীয় সেটে চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। ৩-৩ সমতার পর সপ্তম সার্ভে পাওলিনির সার্ভিস ভেঙে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান ক্রেচিকোভা। পরে নিজের সার্ভিসে ব্যবধান আরো বাড়িয়ে নেন এই চেকিয়া। শেষ পর্যন্ত এই সেটে পাওলিনিকে ৬-৪ ব্যবধানে হারিয়ে প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন পাওলিনির চেয়ে ১৭ দিনের বড় এই টেনিস তারকা।

আরও পড়ুন:

» অস্ট্রেলিয়া সফরে ভালো খেলে সবার নজরে আসতে চান রিপন

» আর্জেন্টিনা বনাম কলম্বিয়া: লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কে পরবে? 

উইম্বলডন জিতে বেশ উচ্ছ্বসিত ক্রেচিকোভা। ম্যাচ শেষে জয়ের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা সত্যিই কেউ বিশ্বাস করবে না। আমি মনে করি না কেউ বিশ্বাস করবে যে আমি ফাইনালে উঠেছি এবং আমি উইম্বলডন জিতেছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আমি একজন উইম্বলডন বিজয়ী।’

২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন ক্রেচিকোভা। এবার ক্যারিয়ারে যুক্ত করলেন উইম্বলডন শিরোপা। উইম্বলডন জেতার মাধ্যমে ক্রেচিকোভা তার সাবেক কোচ এবং পরামর্শদাতা জনা নভোটনাকে অনুকরণ করেছেন। ১৯৯৮ সালে নারী এককের ফাইনালে নাটালি তুয়াজিয়াতকে হারিয়ে উইম্বলডন শিরোপা জিতেছিলেন তিনি।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস