বাংলাদেশের পেশাদার ফুটবল লিগ নিয়ে প্রায়শই শোনা যায় বিভিন্ন বিতর্ক। সঠিক সময়ে লিগ আয়োজন না হওয়া, মাঠ ও মাঠের বাইরে অব্যবস্থাপনা, সময়ের সাথে দর্শক আকর্ষণ করতে ব্যর্থ হওয়া এসব নিয়ে এতোদিন প্রশ্ন উঠত দায়িত্বরত লিগ আয়োজকদের ওপর। তাই এবার বিভিন্ন পরিবর্তন নিয়ে দেশের পেশাদার ফুটবলের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত মাসেই পেশাদার ফুটবল লিগ কমিটির দায়িত্ব পান বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তা ইমরুল হাসান। দায়িত্ব পেয়ে এবারের আসরে কিছু নতুনত্ব আনার কথা জানিয়েছেন তিনি। তার মধ্যে তথ্যবহুল ওয়েবসাইট তৈরি, বিপিএলের জন্য একটি ফেসবুক পেজ তৈরি, প্রতি ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার ও মাস শেষে সেরা রেফারিকে পুরস্কার দেওয়া।
আগামীকাল (২২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৩-২৪ মৌসুম। তার আগে বিপিএলের অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে বাফুফে। এখানে ম্যাচের সূচি, পয়েন্টস টেবিলসহ বিভিন্ন ফিচার রয়েছে। এছাড়া অন্যান্য সেক্টরেও খুব দ্রুত পরিবর্তন আনবে বাফুফে।
দেশের ফুটবলে সবচেয়ে বড় সমস্যার একটি হচ্ছে স্পন্সর না পাওয়া। তবে বিপিএলের এবারের মৌসুম ও ফেডারেশন কাপের স্পন্সর পেয়েছে বাফুফে। এই দুই আসরে স্পন্সর হিসেবে থাকবে বসুন্ধরা গ্রুপ। এখনও স্পন্সর প্রতিষ্ঠানের সাথে আর্থিক সমঝোতা হয়নি বাফুফের। স্পনসরের অর্থের পরিমাণের উপর নির্ভর করে দলগুলোর অংশগ্রহণ ফি, আসরের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কারের পরিমাণ বাড়তে পারে।
আগামীকাল শুরু হতে যাওয়া বিপিএলের ১৬ তম আসরের ম্যাচগুলোর সূচি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এবারের আসরে ১০ টি দল অংশ নেবে। আগামীকাল প্রথম রাউন্ডের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: মেসিদের খেলা দিয়েই শুরু হবে এমএলএসের নতুন মৌসুম
ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৩/এমটি