২০২৩ মেজর লিগ সকারের (এমএলএস) গেল মৌসুম শেষ হয়েছে আগেই। মেসির ক্লাব ইন্টার মায়ামির কোনো খেলা নেই আপাতত। জাতীয় দলের সূচিও নেই আপাতত। তাই বেশ অনেকদিন যাবতই মাঠে দেখা যাচ্ছে না মেসিকে। ভক্তদের সেই আক্ষেপ কাটিয়ে এমএলএস নতুন মৌসুমের সূচি প্রকাশ করল লিগ কর্তৃপক্ষ।
আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে এমএসএলের পরবর্তী আসর। ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ৭টায় রিয়াল সল্ট লেকের বিপক্ষে মেসির ক্লাব ইন্টার মায়ামির উদ্বোধনী ম্যাচ দিয়েই শুরু হবে এমএলএসের নতুন মৌসুম। দুই দিনের ব্যবধানে দ্বিতীয় ম্যাচে পাঁচবারের এমএলএস চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সির মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় মৌসুমে খেলবে মেসি। এর আগে প্রথম মৌসুমে এমএলএসে যোগ দারুন শুরু করেছিলেন তিনি। প্রথম মৌসুমেই লিগস কাপের শিরোপা জিতেছিল এই আর্জেন্টাইন তারকা। এটি ছিল তার ক্যারিয়ারের ৪৪তম শিরোপা। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবলার বনে গেছেন মেসি।
ইনজুরির কারণে পুরো মৌসুম ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেননি মেসি। লিগে তার অনুপস্থিতি বেশ ভুগিয়েছে ইন্টার মায়ামিকে। সম্ভাবনা জাগিয়েও মেসিকে ছাড়া শেষ পর্যন্ত এমএলএসের প্লে-অফ নিশ্চিত করতে পারেনি মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে ৯ জয় ও ৭ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার তলালিতে থেকেই শেষ করেছে মেসির দল।ইনজুরিতে পড়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে আছেন নেইমার।
আরও পড়ুন: নেইমারকে ছাড়াই ৪ ম্যাচ খেলার সূচি ব্রাজিলের
ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৩/এসএফ/এজে