Connect with us
ক্রিকেট

সাকিবের দেশে ফেরা ইস্যুতে নির্বাচকের যে ভাবনা

shakib al hasan
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবকে নিয়েই দল ঘোষণা করেছে বিসিবি। সে লক্ষ্যেই প্রথম টেস্ট সামনে দেশের পথ ধরেছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তা ইস্যুতে মাঝপথেই ফিরে যেতে হচ্ছে তাঁকে বলে জানান সাকিব আল হাসান নিজেই। যদিও এবিষয়ে এখনও কোনো অনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে কোনো এক নির্বাচক বলেন, ‘সাকিব নিজেই জানিয়েছেন যে তিনি দেশে ফিরতে পারছেন না সুতরাং নিয়মানুযায়ী প্রথম টেস্টে থাকা হচ্ছে না তাঁর। তবে বিসিবি এখনও এবিষয়ে আমাদের কোনো নির্দেশনা দেয়নি।’

সাকিব দেশে ফিরতে না পারেন তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তাঁর জায়গায় নতুন আর একজন খেলোয়াড়কে দলে নেওয়া হবে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সাকিব দেশে আসছেন না তাই স্বাভাবিকভাবেই দেশের মাটিতে শেষ টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। সেক্ষেত্রে কানপুর টেস্টই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট হিসেবে বিবেচিত হবে। ফলে মিরপুরে তাঁর জায়গায় দেখা যাবে নতুন কাউকে।

এদিকে সাকিবের দেশে ফেরাকে কেন্দ্র করে আজ (বৃহস্পতিবার) বিসিবি কার্যালয় এবং শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঘেরাও করে সাকিব বিরোধী বিক্ষোভ করেছে একটি পক্ষ। এরই মধ্যে তাঁরা বিসিবিকে একটি স্মারকলিপিও দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়েছে, সাকিবকে বাদ না দিলে তাঁরা প্রথম টেস্টের আগে মিরপুরের রাস্তা ব্লকড করে বিক্ষোভের হুঁশিয়ারী করবে।

উল্লেখ্য ২১ শে অক্টোবর থেকে মিরপুরে প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ খেলেই টেস্ট কে বিদায় বলার ঘোষণা দিয়েছিলেন সাকিব। প্রথমে নিরাপত্তা ঝুঁকি থাকলেও সরকারের ইতিবাচক ইঙ্গিত পেয়ে দেশের উদ্দেশ্যে রওনা হন সাকিব আল হাসান। কিন্তু দুবাইতে নেমে নিরাপত্তা ঝুঁকি উপলব্ধি করায় আপাতত দেশে ফিরছেন না সাকিব।

আরো পড়ুন : বিসিবিকে জবাব দিয়েছেন হাথুরুসিংহে

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট