Connect with us
ক্রিকেট

পুলিশের হাতে ধরা পড়লেন সাকিবের দলের মালিক!

The owner of Shakib's team was caught by the police!
সাকিবের দল গল মারভেলসের মালিক গ্রেপ্তার। ছবি- সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। টি-টোয়েন্টির পাশাপাশি এবার টি-টেন টুর্নামেন্ট গুলোও বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নতুন নতুন টুর্নামেন্টের আবির্ভাব ঘটছে। তবে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ফিক্সিংয়ের সম্ভাবনাও বেশি থাকে। বিশেষ করে টি-টেন টুর্নামেন্টগুলোতে প্রতিনিয়ত ফিক্সিংয়ের অভিযোগ উঠছে।

সম্প্রতি লঙ্কা টি-টেন লিগের প্রথম আসর মাঠে গড়িয়েছে। যেখানে গল মারভেলসের হয়ে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে টুর্নামেন্টে শুরুর দুইদিন পরেই ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাকিবদের দলের মালিক।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) গল মারভেলসের মালিক প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ। এক প্রতিবেদিনে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা (পিটিআই)।

এ প্রসঙ্গে শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, ‘লঙ্কা টি-টেন লিগে গল মারভেলসের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) তাকে আদালতে তোলা হবে।’

আরও পড়ুন:

» অবসরে পাকিস্তানি তারকা ইমাদ ওয়াসিম, কেমন ছিল তার ক্যারিয়ার?

» ফিফা থেকে বড় সুখবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল 

প্রেম ঠাকুরকে গল মারভেলসের কোনো এক ক্রিকেটারের অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তাদের দাবি, ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটার প্রেম ঠাকুরকে নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ দিয়েছে।

উদ্বোধনী আসরে গল মারভেলসের হয়ে দুই ক্রিকেটার খেলছেন। তারা হলেন-  ব্যাটার আন্দ্রে ফ্লেচার ও পেসার কেশরিক উইলিয়ামস।

চলতি টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছিল গল মারভেলস। তবে বৃষ্টির কারণে পরবর্তী দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এতে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছেন সাকিবরা।

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট