Connect with us
ক্রিকেট

বন্যার্তদের পাশে থাকার বার্তা দিলেন পাকিস্তানি ক্রিকেটার

মোহাম্মদ রিজওয়ান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ বর্তমানে যাচ্ছে একটা দুর্যোগময় পরিস্থিতির মধ্য দিয়ে। গেল কিছুদিন ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রামে। সময়ের সাথে অবনতি ঘটেছে বন্যা পরিস্থিতির। বন্যা কবলিত এলাকা গুলোতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। সংকটকালীন এই সময়ে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছে অসংখ্য মানুষ।

দুর্যোগ আক্রান্ত অঞ্চলগুলো স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসকল বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য নিয়ে এগিয়ে যাচ্ছে অসংখ্য সেচ্ছাসেবী দল। এই অবস্থায় বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকা থেকে শুরু অনেকেই। এবার বানভাসিদের পাশে থাকার বার্তা দিলেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান।

গতকাল রাতে নিজের অফিসিয়াল এক্স একাউন্টে এক পোষ্টের মাধ্যমে এই বার্তা দেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। যেখানে তিনি লিখেন, ‘বাংলাদেশের যে সকল সহনশীল জনগণ ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে রয়েছে তাদের জন্য আমার চিন্তা ও প্রার্থনা আছে। যে সকল দাতব্য সংগঠন এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের ভাই ও বোনদের সহায়তা করছে, তাদের কাছে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি।’

এছাড়াও তার সেই পোষ্টের শেষাংশে বন্যার্তদের পাশে থাকার বার্তা দিয়ে রিজওয়ান বাংলায় লিখেছেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’ ক্যাপশনের শেষে হৃদয় ভাঙ্গা এবং প্রার্থনা করার কিছু ইমোজি ব্যবহার করেছেন এই পাক ক্রিকেটার। এছাড়া রিজওয়ান নিজের সেই পোস্টে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের এই বন্যার একটি চিত্র তুলে ধরেছেন।

বর্তমানে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষেই টেস্ট ম্যাচ খেলতে ব্যস্ত রয়েছেন পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার। আজ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির ফলাফল নির্ধারণী পঞ্চম দিনের খেলা চলমান রয়েছে। খেলার মাঠে দুই দলের ক্রিকেটারদের মধ্যে সম্প্রীতি যেমন লক্ষ্য করা যায়, বাইরেও এর ব্যাতিক্রম নয়– সেটাই বাংলাদেশের বন্যার্তদের পাশে থাকার বার্তা দিয়ে বুঝিয়েছেন রিজওয়ান।

আরও পড়ুন: ব্যক্তি তোষামোদের সংস্কৃতি বন্ধে কড়া বার্তা দিলেন ক্রীড়া উপদেষ্টা

ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট