ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টির প্যাকেজ সিরিজ খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে প্রথম টেস্টে চেন্নাইয়ের মাটিতে রীতিমত ভারতের পরীক্ষার মুখে পড়ে সদস্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা দলটি। প্রথম টেস্টে লড়াই করতে না পারলেও দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো কিছু করতে চায় টিম বাংলাদেশ। শুক্রবার সকাল ১০টায় কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে মাঠে নামবে দুদল।
এবার কানপুর টেস্ট ঘিরে ভিন্ন পরিকল্পনা এটেছে হাথুরুর শিষ্যরা। ম্যাচটি কানপুরের কালো মাটির পিচে হওয়ার সম্ভাবনা রয়েছেন। এমন হলে প্রথমদিন সকালের সেশনে সহায়তা পাবেন পেসাররা। পরে পিচ ধীরে ধীরে স্পিনবান্ধব হয়ে যাবে। তাই দুই দলের দৃষ্টিই বাড়তি স্পিনারের দিকে। এতে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ।
এদিকে আগেই কানপুর টেস্টে দলে পরিবর্তনের আভাস দিয়ে রেখেছিলেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মূলত খেলা শুরুর দিন সকালে পিচ দেখে একাদশ নিয়ে সিদ্ধান্তের কথা বলেছিলেন। কালো মাটির পিচ হলে পেসার কমিয়ে বাড়তি স্পিনার নেবে বাংলাদেশ। এটা হলে নাহিদ রানার জায়গায় বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম সুযোগ পেতে পারেন।
আরও পড়ুন :
» সাকিবের অবসরে যে প্রতিক্রিয়া জানালেন রুমমেট ও সিনিয়ররা
» অবসরের ঘোষণার পর বিশ্ব গণমাধ্যমের শিরোনামে সাকিব
অপরদিকে বাংলাদেশের মতো অনেকটা একই পরিকল্পনার সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার। দলটি তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে পারে। এতে বাদ যেতে পারেন আকাশ দ্বীপ। কানপুর টেস্টে কুলদীপ যাদব কিংবা অক্ষর প্যাটেল সুযোগ পেতে পারেন।
বাংলাদেশ-ভারত টেস্ট সমীকরণ
টেস্টে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে ভারত। দুই দল ১৪ বার মুখোমুখি হয়েছে। এতে ভারত জিতেছে ১২ ম্যাচে। বাকি দুটি টেস্ট ড্র হয়েছে। কানপুর টেস্টে টাইগারদের সামনে এমন লজ্জার সমীকরণ পাল্টে ফেলার সুযোগ রয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসকিন আহমেদ।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রিষভ পান্ত, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব/অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২০২৪/এসএ