ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বরাবরই পেসাররা তাণ্ডব চালিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে কেমার রোচ-আলজারি জোসেফদের পেসের সামনে তেমন সুবিধা করতে পারেনি টাইগাররা। দ্বিতীয় টেস্টেও সফরকারীদের হারিয়ে সহজেই সিরিজ জিতে নিতে চাই ক্যারিবিয়ানরা। ফলে সিরিজের শেষ টেস্টেও পেসারদের দিয়েই বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দিতে চায় স্বাগতিকরা।
পেস সহায়ক পিচে বাংলাদেশকে নাকানিচুবানি খাওয়াতে সিরিজের প্রথম টেস্টেই বিশেষজ্ঞ ৪ পেসার নিয়ে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া বিশেষজ্ঞ ৪ পেসারের সঙ্গে ছিল একজন অভিজ্ঞ পেস অলরাউন্ডারও। সবমিলিয়ে প্রথম টেস্টে ৫ জন পেসার মিলে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে স্বাগতিকরা।
এদিকে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে পেস আক্রমণ দিয়েই নাস্তানাবুদ করতে চায় ক্যারিবিয়ানরা। এ বিষয়ে আজ স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার এবং দলটির সহ-অধিনায়ক জশুয়া ডি সিলভা।
আরও পড়ুন:
» এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি হাকালেন নতুন তামিম
» ফিফা বর্ষসেরার মনোনয়নে মেসি, তালিকায় আছেন ভিনি-রদ্রিরাও
এসময় জশুয়া বলেন, ‘ম্যাচের শুরু থেকেই কেমার রোচ এবং আলজারি জোসেফ দুর্দান্ত বোলিং করছেন। সেই সঙ্গে পুরো পেস ইউনিটকে নেতৃত্ব দিয়েছেন এই দুইজন। এছাড়া জেডেন সিলস বেশ কিছুদিন ধরে খেলছে এবং ভালোও করছে৷ তাছাড়া শামার জোসেফ নতুন আসছে। তাঁর জন্য এটা ছিল অনেক বড় পাওয়া।’
এসময় জশুয়া আরও বলেন, ‘আমাদের কাজ হলো পিচের সর্বোচ্চ সুবিধা নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতা। আমাদের পেসাররা প্রথম টেস্টে বাংলাদেশের ১৮টা উইকেট তুলে নিয়েছে। যা রীতিমতো ওদের টিমে মারাত্মক ভয়ের সৃষ্টি করেছে। ফলে তাদের এই দুর্বলতাকে কাজে লাগাতে হবে আমাদের। সবমিলিয়ে আমাদের পেস ইউনিট নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে।’
দ্বিতীয় টেস্টের দলে কোনো স্পিনার থাকবেন কি না এমন প্রশ্নে জশুয়া ডি সিলভা বলেন, ‘আমরা এখনও পর্যন্ত পেসারদের বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। তবে যদি তেমন কোনো প্রয়োজন মনে করি এবং পিচের ধরণ যদি স্পিন সহায়ক বুঝতে পারি তখন আমরা স্পিনার দলে নেওয়ার কথা চিন্তা করবো।’
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ক্যারিবিয়ানরা। এদিকে টাইগারদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ক্রেগ ব্রাফওয়েটের দল।
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৪/এসআর/বিটি